না খেলতে চেয়ে বোর্ডকে মাঝরাতে চিঠি দেন কোহলি: ডেভিড গাওয়ার

0
127

খাস খবর ডেস্ক: ভারত বনাম ইংল্যান্ড ম্যানচেস্টার টেস্ট বাতিল নিয়ে জলঘোলা চলছেই। এবার তাতে সামিল হলেন ডেভিড গাওয়ার। পঞ্চম টেস্ট খেলার ইচ্ছাই ছিল না। তাই বিসিসিআইকে মধ্যরাতে চিঠি পাঠান কোহলি। সম্প্রতি এমনই বিস্ফোরিত অভিযোগ করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

সম্প্রতি কোহলি বাতিল হওয়া টেস্ট নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। দুবাইয়ে পৌঁছানোর পর আরসিবির ওয়েবসাইটে তিনি বলেন, “আমরা কী অদ্ভুতভাবে এখানে এসে পড়লাম! আসলে আজকের এই কোভিড পরিস্থিতিতে যেকোনো কিছুই অনিশ্চিত। আশা করব, এবারে যা কিছু নির্বিঘ্নেই হবে।”

- Advertisement -

আরও পড়ুন: আইপিএলের অভিজ্ঞতাকে বিশ্বকাপে কাজে লাগাতে চান মুস্তাফিজুর

এই মন্তব্যের প্রেক্ষিতেই ভারত অধিনায়ককে একেবারে ধুয়ে দিয়েছেন গাওয়ার। একটি ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনেকেই অনেক কথা বলছেন। কিন্তু ম্যানচেস্টারে যে যে ঘটনা ঘটেছে, তার আরো ভালো ব্যখ্যা প্রয়োজন। এরপরই তিনি দাবি করেন, “আমি জানি, কোভিডে অনেক খেলাই বাতিল হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তো দু-একটা বল পড়ার পরই খেলা স্থগিত করে দিতে হয়। কিন্তু ম্যানচেস্টার টেস্ট ভারত খেলতেই চায়নি। সে জন্য মধ্যরাতে বিসিসিআইকে চিঠি পাঠিয়েছিলেন বিরাট।”

কিন্তু গাওয়ারের এমন মন্তব্য কীসের ভিত্তিতে? কোনো সদর্থক ব্যখ্যা পাওয়া যায়নি তাঁর থেকে। শুধু বলেন, “যদি এই না খেলতে চাওয়ার পেছনে আইপিএল থাকে। তবে তা দুর্ভাগ্যের।” ব্যখ্যা দিতে যোগ করেন, “আমার মতো লোকজন, যাঁরা প্রাচীন পন্থায় বিশ্বাসী। তাঁদের পক্ষে এ জিনিস মেনে নেওয়া কঠিন। বিশেষত কোহলিই নিজেই গতবারের সফরে এসে বলেছিলেন টেস্ট ক্রিকেট তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ।” গাওয়ারের কথায় স্বভাবতই চটেছেন কোহলির সমর্থকরা। যদিও ভারতীয় শিবির এখনও নিশ্চুপ বলেই খবর। এবারে দেখার তাদের তরফে এর কী প্রত্যুত্তর আসে।