একটু বৃষ্টি হলেই হাঁটু সমান জল: নিকাশি নিয়ে প্রকাশ্যে নেতাদের চুলোচুলি

0
94

কৃষ্ণনগর: আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। এবারে সংঘর্ষ বাঁধল জল নিকাশি ব্যবস্থাকে কেন্দ্র করে। দীর্ঘদিনের জল যন্ত্রণার সমস্যা মেটাতে গিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল খোদ শাসকদলেরই ওয়ার্ড কাউন্সিলর ও পুরসভার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর দোগাছি গ্রাম পঞ্চায়েতে।

উল্লেখ্য দোগাছি গ্রাম পঞ্চায়েতের সমরপল্লী গ্রামে দীর্ঘ কয়েক বছর ধরে একটু বৃষ্টি হলেই হাঁটু সমান জল জমে যায়। ফলে, ওই গ্রামে বসবাসকারী প্রায় ৮০০ জন পরিবার জল যন্ত্রণায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ভুগছেন।

- Advertisement -

গ্রাম সদস্যদের অভিযোগ, তাদের এই দীর্ঘদিনের সমস্যার কথা প্রশাসনিক অধিকর্তাদের জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি। এমনকি, পুরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি। দীর্ঘদিন ধরে জল জমে থাকার কারণে পচে গিয়ে জীবাণু ছড়াচ্ছে। এছাড়াও পানীয় জলের অভাবে ভুগছে প্রত্যেকটি পরিবার। জমা জল থেকে বিভিন্ন রকম রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে প্রত্যেকটি পরিবারের শিশু থেকে শুরু করে বয়স্করা।

আরও পড়ুন: ট্রাক ও এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বরাত জোরে রক্ষা পেল রেলকর্মীরা

সূত্রের খবর, মঙ্গলবার জমা জল নিষ্কাশন করতে উদ্যোগ নেয় গ্রামের সদস্য সহ গ্রামবাসীরা। অভিযোগ জল নিকাশীর সময়, তাদের কাজে বাধা দেয় পুরসভার কর্মীরা। তারা পুলিশ নিয়ে এসে কাজ বন্ধ করে দেয়। এর পরেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। পুরসভার বিরুদ্ধে নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ তোলে গ্রামবাসীরা।

গ্রামবাসীদের দাবি, পুরসভার পক্ষ থেকে আজ পর্যন্ত কোনদিন নিকাশি ব্যবস্থার জন্য কোনরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কিন্তু, পুরসভা কিভাবে এই কাজে বাধা দিতে পারে? স্বভাবতই এই ঘটনার জেরে গ্রামের মানুষ একত্রিত হয়ে বিক্ষোভের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন।