এখনই মুক্তি মিলছে না, আগামী বছরও পরতে হবে মাস্ক

0
61
covid19

খাস খবর ডেস্ক: দেড় বছর ধরে তাণ্ডব চালালেও এখন দেশে অনেকটাই কম করোনা সংক্রমণ। দ্বিতীয় ঢেউয়ের ভ্রুকুটি কাটিয়ে কমছে সক্রিয় কেস, আক্রান্ত, মৃতের সংখ্যা। কিন্তু, বহুক্ষেত্রেই রাস্তাঘাটে দেখা যাচ্ছে, মাস্ক পরতে চাইছে না মানুষ। তবে এত সহজে মাস্ক ছাড়া যাবে না। মাস্ক পরতে হবে, আদর্শ স্বাস্থ্যবিধি মানতে হবে নিজেদের সুরক্ষার কথা ভেবেই। এমনটাই মনে করছেন নীতি আয়োগের সদস্য ভিকে পল।

আরও পড়ুন, কথা রাখছেন মুখ্যমন্ত্রী: আজ থেকেই দুয়ারে রেশন

- Advertisement -

দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত কমলেও আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। বহু বিশেষজ্ঞ এই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা উড়িয়ে দিলেও তা একেবারেই হাল্কাভাবে নিচ্ছেন না ভিকে পল। তাঁর কথায়, ‘মাস্ক পরা থেকে এত সহজে মুক্তি পাওয়া যাবে না। পরের বছরও পরতে হবে মাস্ক। আমার মতে, টিকাকরণ, ওষুধ এবং স্বাস্থ্যবিধি পালনের মাধ্যমেই মুক্তি মিলবে করোনার হাত থেকে।’

এক্ষেত্রে কোভিড রুখতে ওষুধের ভূমিকা রয়েছে বলেও মনে করছেন তিনি। কারণ তৃতীয় ঢেউ যদি আরও ভয়ঙ্কর আকার ধারণ করে আছড়ে পড়ে, তবে জীবন বাঁচাবে এই ওষুধই। তৃতীয় ঢেউ নিয়ে ভিকে পল বলেন, ‘সামনেই দূর্গাপুজো, দীপাবলি, দশহরার মতো বড় উৎসব। এই সময়ে ভিড় আয়ত্তে না রাখতে পারলে সংক্রমণ আরও ছড়াবে।
আরও পড়ুন,চাপের মুখে সুর বদল, ‘হিন্দুরাই সবচেয়ে সহিষ্ণু’, বলছেন জাভেদ আখতার

এমন আশঙ্কার মধ্যেই আশা জাগাচ্ছে ভারতের টিকাকরণ পদ্ধতি। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, জানুয়ারি থেকে গণটিকাকরণ শুরু হওয়ার পর থেকে প্রায় ৭৫ কোটি টিকা দেওয়া সম্পন্ন। ডিসেম্বরের মধ্যেই ৪৩ শতাংশের টিকাকরণ হয়ে যাবে বলে মনে করছে কেন্দ্র।