সাগরে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র প্রয়োগ উত্তর কোরিয়ার, চিন্তায় দক্ষিণ

0
69

খাস খবর ডেস্ক: বুধবার সাগরে সম্পূর্ণ অজ্ঞাতভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এমনটাই দাবি করল দক্ষিণ কোরিয়ার সেনা।

দিনকয়েক আগেই পিয়ংইয়ংয়ের তরফে জানানো হয়েছিল যে তারা একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। সোমবার উত্তর কোরিয়ার সংবাদপত্র রোডং সিনমুনে প্রকাশিতও হয়েছে তার ছবি। একটি লঞ্চে পাঁচটি টিউবের মধ্য থেকে জ্বলন্ত বলের মতো মিসাইল নিক্ষিপ্ত হচ্ছে। এবং একটি উড়ন্ত ক্ষেপণাস্ত্রও দেখা যাচ্ছে ছবিতে। অবশেষে সেই প্রেক্ষিতেই অভিযোগ আনা হল দক্ষিণে আনা হল দক্ষিণের পক্ষ থেকে।

- Advertisement -

সিওলের জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে জানায়, “উত্তরের পারমাণবিক শক্তির কথা কারোই অবিদিত নয়। এবার নিজেদের অভ্যন্তরীণ কেন্দ্রীয় অঞ্চল থেকে তারা পূর্ব উপকূলের সমুদ্রে দুটি অজ্ঞাত ব্যালিস্টিক নিক্ষেপ করল। আমাদের এবং মার্কিন গোয়েন্দা বিভাগ এর পেছনে বিস্তারিত বিশ্লেষণ খুঁজছে।”

আরও পড়ুন: বাজারে এল নয়া আইফোন, “দম মারো দম” য়ের সুরে আত্মপ্রকাশ

আরো একটি অভিযোগ এনেছে দক্ষিণ কোরিয়া। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই তাঁর সিওল সফরে থাকাকালীন এই ক্ষেপণাস্ত্র প্রয়োগ করা হয় বলে জানিয়েছে তারা। বেইজিং উত্তর কোরিয়ার প্রধান কূটনৈতিক মিত্র ছাড়াও বাণিজ্যের প্রধান অংশীদার। অবশ্য কোভিড মহামারীর হেতু গত বছরের শুরুতে সীমান্ত বন্ধ করা হয়। আর তারপর থেকেই স্ব-আরোপিত অবরোধের মধ্যে রয়েছে উত্তর কোরিয়া।

স্বাভাবিকভাবেই তাদের ক্ষেপণাস্ত্র প্রয়োগ নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষ করে, উত্তর কোরিয়ার ওপর এ মুহূর্তে পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচীর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। যদিও ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে কোনও নিষেধাজ্ঞা নেই। কেসিএনএর দাবি, উত্তর কোরিয়া নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলি জলপথে প্রায় ৯৩০ মাইল অতিক্রম করেছে।