কথা রাখছেন মুখ্যমন্ত্রী: আজ থেকেই দুয়ারে রেশন

0
153

 

খাস খবর ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনের আগেই কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন, ভোটে জিতলে মানুষের দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে। এবার সেই প্রতিশ্রুতিই পালন করছেন মমতা। আজ অর্থাৎ বুধবার থেকেই শুরু হয়ে যাচ্ছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প।

- Advertisement -

রাজ্যের মোট ডিলারদের ১৫ শতাংশের এলাকায় ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ অ্যাসোসিয়েশনের’ দুই সদস্য এই প্রকল্প নিয়ে মামলা করায় আটকে যায় ট্রায়াল। মঙ্গলবার এ নিয়ে আদালতের রায় দেওয়ার কথা ছিল। কিন্তু শেষমেশ সেই রায়দান না হওয়ায় বুধবার থেকেই শুরু হচ্ছে দুয়ারে রেশন। রাজ্যের প্রায় তিন হাজার রেশন দোকানে এই প্রকল্প শুরু হবে।

আরও পড়ুন, ‘১০০টা ছেলে পাঠালেই ঠাণ্ডা হয়ে যাবে’, সায়নীর মন্তব্যে তোলপাড়

চলতি বছরের ভাইফোঁটা থেকে এই প্রকল্প শুরু করতে চান ‘দিদি’। তার জন্যই ১৫ সেপ্টেম্বর থেকে ট্রায়াল শুরুর কথা ভেবেছিল রাজ্য। তবে সরকারের এই সিদ্ধান্তে মোটেও খুশি নয় ডিলাররা। ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স’এর সর্বভারতীয় সাধারন সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, ‘মুখ্যমন্ত্রী কোনও প্রকল্প শুরু করলে তা জারি রাখেন। আমরা চাই, প্রথনে পরিকাঠামো গড়ে তারপর এটি শুরু করা হোক। নিজেদের দাবি খাদ্য দফতরকে লিখিতভাবে জানিয়েছি আমরা।’

বুধবার সকালে প্রাপ্ত খবর অনুযায়ী, রানাঘাটে শুরু হয়ে গিয়েছে ‘দুয়ারে রেশন’। মূল্যে রানাঘাটের ভট্টাচার্য ও বিশ্বাসপাড়ায় দুয়ারে রেশন পেয়েছে মানুষ। পাইলট রেশনের দায়িত্বপ্রাপ্ত অসিত দাস নিজে এই রেশন পৌঁছে দিয়েছেন।