ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে একাধিক শূন্যপদ, দ্রুত আবেদন করুন

0
47

খাস ডেস্ক: লকডাউনে আপনি কি চাকরি খুঁজছেন। তাহলে আপনার কাছে রয়েছে সুবর্ণ সুযোগ। চাকরিপ্রার্থীদের জন্যে সুখবর। বিপুল পরিমাণে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)।

কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বলে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

- Advertisement -

অ্যাপ্রেন্টিস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ১৯৭৩ অনুযায়ী ওই নিয়োগ প্রক্রিয়া হবে। যাঁরা ২০১৯-২০২১ সালে পাশ করেছেন তাঁরাও অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ- ১৬৮

শূন্যপদের নাম- এর মধ্যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের শূন্যপদের সংখ্যা ১২০টি এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের শূন্যপদের সংখ্যা ৪৮টি।

আবেদন শুরুর তারিখ- ৫ জুলাই

আবেদন শেষের তারিখ- NATS পোর্টালে নথিভুক্তকরণের শেষ তারিখ ২০ জুলাই। আর বিপিসিএল ওয়েবসাইটে আবেদন করার শেষ তারিখ ২৫ জুলাই ২০২১।

শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস বা স্নাতক অ্যাপ্রেন্টিসদের জন্য ইঞ্জিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হবে। এবং ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়া আবেদনকারীকে ভারতের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হতে হবে। ওই একই পদের জন্য তফসিলি জাতি ও উপজাতির জন্য ৫০ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে।

টেকনিক্যাল ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস- এই পদের জন্য আবেদনকারীকে ভারতের কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এবং তাঁর ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। তবে তফসিলি জাতি ও তফসিলি উপজাতির জন্য ৫০ শতাংশ নম্বর থাকলেই তাঁদের আবেদনপত্র গ্রাহ্য হবে।

বয়সসীমা- ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণী যেমন তফসিলি জাতি, তফসিলি উপজাতিদের জন্য বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।