কোন বিষয় নিয়ে পড়লে চাকরির সুযোগ বেশি, উত্তর দিল SFI -এর উদ্যোগে “Career Counselling Session”

0
268

কলকাতা: রাজ্যজুড়ে কর্ম সংস্থানের অবস্থা একেবারেই ভালো নয়। ভবিষ্যৎ নিয়ে পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্ম বেশ উদ্বিগ্নই থাকে। এই অবস্থায় কোথায় চাকরি পাব, কোনটা তাদের কেরিয়ারের জন্য ভালো সুযোগ হবে, ইন্টারভিউ সমস্ত কিছু নিয়েই ভাবতে হয় ছাত্রছাত্রীদের। তরুণ প্রজন্মের এইসব উদ্বেগ দূর করতেই বড় উদ্যোগ নিল SFI যাদবপুর-বাঘাযতীন আঞ্চলিক কমিটি। এই বাম ছাত্রযুবরা নিজেদের উদ্যোগে আয়োজন করেছিল একটি “Career Counselling Session”। যেখানে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়। উচ্চশিক্ষায় কোন কোন বিষয় নিয়ে পড়লে চাকরির সুযোগ বেশি। সেই সঙ্গে জেনারেল কোর্সের পর, কোন কোন প্রফেশনাল কোর্স কেরিয়ারের দিক দিয়ে লাভজনক হতে পারে ইত্যাদি।

আইটি, ই-কমার্স এবং ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টে কাজের সুযোগ এই মুহূর্তে কোন জায়গায় বেশি। উচ্চমাধ্যমিকের পর, কোন কোন প্রফেশনাল কোর্স নিয়ে পড়লে চাকরি পেতে সুবিধে। মিডিয়া জগত, ডিজিটাল মার্কেটিং, কর্পোরেট কমিউনিকেশন সহ একাধিক বিষয়ে বিস্তর আলোচনা হয়। এই আলোচনায় উপস্থিত ছিলেন দুই ইন্ডাস্ট্রি প্রফেশনাল। এক অপর্ণা ভট্টাচার্য এবং অপরজন এসেছিলেন ভারতের অন্যতম সেরা একটি রিক্রুটমেন্ট এজেন্সি থেকে। এছাড়াও উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্মাণ ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস এবং গুরুদাস কলেজের অর্থনীতির অধ্যাপক শান্তনু বসু।

- Advertisement -

সেইসঙ্গে ইন্টারভিউ পাশ করার উপায়। নিজেকে কিভাবে তৈরি করবে ছাত্রছাত্রীরা। কমার্স গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ কোথায় কোথায় এবং সঙ্গে অন্য কোন কোর্স করলে আর ভালো হয়। আর্টস গ্র্যাজুয়েটরা কোন বিষয়ে নিয়ে ভবিষ্যতে এগোতে পারে। সবকিছু নিয়ে আলোচনা হল এই সেশনে। যারা বিএসসি নিয়ে পড়ছে, তারা কোথায় কোথায় চাকরি পেতে পারে। তাছাড়া, ইঞ্জিনিয়ারিং, হোটেল ম্যানেজমেন্টে, বিসিএ এইসব বিষয়গুলি নিয়েও আলোচনা হয়। কেরিয়ার সুইচ করলে কোন জায়গায় বেশি সুযোগ। ম্যানেজমেন্ট শেষ করে কোন কোন জায়গায় চাকরির সুযোগ রয়েছে। ছাত্রছাত্রীদের প্রশ্নোত্তরের জবাব দিলেন অভিজ্ঞরা। এই সেশনে ছাত্রছাত্রীদের সঙ্গে অনেক অভিভাবকও উপস্থিত ছিলেন।