মুখের ভাত কেড়েছে সরকার, শূন্য হাঁড়ি, প্লেটে নুন: পরিবারকে সঙ্গে নিয়ে আজ রাজপথে শিক্ষকেরা

‘‘১০ বছর আয়ু কমে গেল! বঞ্চনার তালিকা বেড়েই চলেছে৷ আমরা তো শুধু একা নয়, আমাদের সঙ্গে আমাদের পরিবারও তো একইভাবে বঞ্চনার শিকার হচ্ছে৷ তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত!’’ 

0
108

সুমন বটব্যাল, কলকাতা: যোগ্যতা থাকা সত্ত্বেও মিলছে না প্রাপ্য মর্যাদা৷ মাসভর কাজ করার পরও বেতনের জন্য থার্ড পার্টির (পড়ুন, দালাল) মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে৷ যা মুখের ভাত কেড়ে নেওয়ার শামিল বলেই মনে করেন ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (NSQF) শিক্ষকেরা৷ মুখ্যমন্ত্রী থেকে রাজ্যপাল, প্রায় এক দশক ধরে সবার কাছেও দরবার করেও হয়নি সমস্যার সুরাহা৷ এরই প্রতিবাদে এবং ন্যায্য দাবি আদায়ে আজ সোমবার সপ্তাহের প্রথম দিনে শূন্য হাঁড়ি, প্লেটে নুন নিয়ে পরিবারকে সঙ্গী করে রাজপথে অভিনব প্রতিবাদ মিছিলে নামতে চলেছেন NSQF শিক্ষকেরা৷

আরও পড়ুন: ‘আগে শুধু প্রার্থী তালিকা ঘোষনা হোক, খুনোখুনি শুরু হয়ে যাবে’ ভবিষ্যৎবাণী দিলীপের

- Advertisement -

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলা: আজ তৃতীয় সাপ্লিমেন্টরি চার্জশিট জমা দিতে চলেছে ইডি

হাওয়া দফতরের পূর্বাভাস মেনে, রবিবার থেকেই চড়ছে পারদ৷ সোমবারও সেই ধারা অব্যহত৷ এমন প্রখর তাপদাহের মাঝে পরিবারের বৃদ্ধ সদস্যদের নিয়ে রাজপথে নামার সিদ্ধান্ত কেন? প্রশ্ন শুনে ঝাঁঝিয়ে ওঠেন ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের (NSQF) রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিক, ‘‘১০ বছর আয়ু কমে গেল! বঞ্চনার তালিকা বেড়েই চলেছে৷ আমরা তো শুধু একা নয়, আমাদের সঙ্গে আমাদের পরিবারও তো একইভাবে বঞ্চনার শিকার হচ্ছে৷ তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত!’’

আরও পড়ুন: লালবাজারে খোলা হল কন্ট্রোল রুম, রইল সাইক্লোন মোকার গতিপথের বিস্তারিত তথ্য

আরও পড়ুন: মমতা চপ ভেজেছিলেন, টেক্কা দিতে দিলীপ যা করলেন…

শুভজিতের কথায়, যেখানে রাজ্য বলছে শিক্ষায় বেসরকারিকরণ করা যাবে না, সেখানে ২০১৩ সাল থেকে নবম থেকে দ্বাদশ পর্যন্ত বিভিন্ন বৃত্তিমূলক পঠনপাঠনের ক্ষেত্রে সরকার নিজেই বেসরকারিকরণ করছে৷ থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে সরকার রিক্রিুট করাচ্ছে৷ ফলে আমাদের পরিশ্রমের অনেকটাই দালালে নিয়ে যাচ্ছে৷ পেটে ভাত না থাকলে সমাজ গড়ব কি করে? মনে করিয়ে দিয়েছেন, ৬০ বছর পর্যন্ত চাকরি স্থায়ী করণ ও বেতন কাঠামো নির্ধারণ এবং যোগ্য ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যাদের অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে তাদের পুনর্বহাল করতে হবে৷ এই দাবিতেই আজ নিউটাউনের অর্কিড ইন্টারন্যাশনাল থেকে কারিগরি ভবন পর্যন্ত মহা মিছিল করবেন বঞ্চিত শিক্ষকেরা৷ থালা থাকবে৷ তাতে নুন থাকবে৷ কিন্তু ভাত থাকবে না৷ কারণ, ভাতটা সরকার কেড়ে নিয়েছে৷ সঙ্গে থাকবে শূন্য হাঁড়িও!

আরও পড়ুন: Today Horoscope : আজ কি সত্যি আপনার ধনপ্রাপ্তি ঘটবে নাকি আর্থিক অনটন