রাসায়নিক প্রয়োগে টাকা দ্বিগুণ করার লোভ দেখিয়ে পুলিশের জালে প্রতারকেরা

0
33

পূর্বাশা দাস: বেশ কিছুদিন ধরে বাসন্তী এবং সংলগ্ন থানা এলাকায় একটি প্রতারণা চক্র কাজ করছিল। প্রতারকরা নানা ধরনের ফাঁদ পাতছিল। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে কখনও তারা দাবি করছিল যে রাসায়নিক দিয়ে টাকা দ্বিগুণ করে দেবে। আবার কখনও খুচরো টাকা দ্বিগুণ দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছিল। এই অছিলায় সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল।

গতকাল এমনই এক অভিযোগ আসে বাসন্তী থানায়। গোসাবার অসিত হালদার নামের এক ব্যক্তি এই প্রতারণা চক্রের শিকার হন। তাঁকে ব্ল্যাক ম্যাজিক ও কেমিক্যাল এর সাহায্যে টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখায় তিন ব্যক্তি। লোভের বশবর্তী হয়ে উনি ওই ব্যক্তিদের নির্দেশে জ্যোতিশপুরে একটি বাড়িতে ছ’লক্ষ টাকা নিয়ে যান। দুষ্কৃতীরা কিছু বিশেষ রাসায়নিক পাত্রে গুলে একটি ঘরে রাখে। অপর একটি ঘরে অন্য পাত্রে আসল টাকার বান্ডিলটি রাখে।

- Advertisement -

আরও পড়ুন: করোনার কোপে জগন্নাথও, সরকারি ফিতের ফাঁসে রায়গঞ্জের রথযাত্রা

এরপর  অসিত বাবুকে পাশের ঘর থেকে রাসায়নিকের পাত্রটি আনতে বলে। উনি স্থির বিশ্বাসে চলে যান। এই সুযোগে দুষ্কৃতীরা আসল টাকার বান্ডিলটি সরিয়ে তাতে টাকার মতো করে কাটা কাগজের বান্ডিল ঢুকিয়ে দেয়। আর অসিত বাবুকে ওই পাত্রে রাসায়নিক ঢালতে বলা হয়। রাসায়নিক ঢালার পর অসিত বাবুকে ওই পাত্রটি নিয়ে বাড়ি চলে যেতে বলা হয়। আরও বলা হয় তিনি যেন একদিন বাদে ওই পাত্রটি খোলেন। অসিত বাবু স্থির বিশ্বাসে পাত্র নিয়ে চলে যান। বাড়িতে গিয়ে পাত্রটি খুলে তাজ্জব হয়ে যান তিনি। তিনি দেখেন পাত্রে কেবল কাগজের টুকরো আছে। টাকার কোনও চিহ্ন মাত্র নেই। তখন তিনি বাসন্তী থানার দ্বারস্থ হন।

অভিযোগ পেয়ে বাসন্তী থানা দ্রুত পদক্ষেপ নিয়েছে। চব্বিশ ঘণ্টার মধ্যে জ্যোতিষপুর থেকে বাবলু ওরফে মহাদেব মণ্ডল এবং বাসন্তী থেকে দেবু কর্মকার নামে দুই ব্যক্তিকে আটক করেছে। ধৃত দুই ব্যক্তির কাছ থেকে প্রায় চার লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এছাড়া বেশ কিছু টাকার মতো করে কাটা কাগজের টুকরো, কিছু রাসায়নিকের কৌটো, রাসায়নিক সহ  প্রতারণা কাজে ব্যবহৃত আরও কিছু জিনিস উদ্ধার হয়েছে।

এই ঘটনার সাথে জড়িত তৃতীয় ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে। খুব শীঘ্রই তৃতীয় ব্যক্তিকেও গ্রেপ্তার করে বাকি টাকা উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদী পুলিশ। অভিযুক্ত তিন ব্যক্তি ছাড়াও এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।