এভাবে আর রাস্তায় কতদিন, আজ রাজ্যপালের দ্বারস্থ হবেন চাকরি প্রার্থীরা

0
650

খাস প্রতিবেদন: এভাবে রাস্তায় আর কতো দিন! রাস্তায় বসে থাকতে থাকতে জীবনের আয়ু কমে গেলো! উপলব্ধি চাকরি প্রার্থীদের৷ তাই রাজ্যের শিক্ষাঙ্গনে যোগ্যদের নিয়োগ সমস্যার দ্রুত সমাধানের দাবিতে আজ শুক্রবার রাজ্যের অভিভাবক রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দ্বারস্থ হতে চলেছেন চাকরি প্রার্থীরা৷ বঞ্চিত ১১টি মঞ্চের চাকরি প্রার্থীরা এবং কর্মরত ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (NSQF) শিক্ষকেরা একত্রিতভাবে বঞ্চিত চাকরি প্রার্থীদের মহা ঐক্যমঞ্চের তরফে রাজ্যপালের দ্বারস্থ হবেন৷

আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, মহা ঐক্যমঞ্চের ডাকে ধর্মতলার শহীদ মিনারের পাদদেশ থেকে দুপুর দেড়টায় পায়ে হেঁটে রাজভবন অভিযান কর্মসুচি করা হবে। রাজ্যপালের কাছে ডেপুটেশনে হাজির থাকবেন প্রতিটি মঞ্চের ২ জন করে সদস্য৷ সমস্যার সমাধানে অবিলম্বে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানাবেন তাঁরা৷ একই সঙ্গে রাজভবন দ্বারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করারও আর্জিও তাঁরা রাখবেন রাজ্যপালের কাছে৷

- Advertisement -

বস্তুত, রাজ্যজুড়ে চলছে প্রবল তাপ প্রবাহ৷ সকাল ন’টার পরেই বাইরে বেরানো দুরূহ হয়ে দাঁড়াচ্ছে৷ সেক্ষেত্রে দুপুর দেড়টায় কাঠফাটা রোদ্দুরে শহিদ মিনারের পাদদেশ থেকে রাজভবন হেঁটে যাওয়ার সিদ্ধান্ত কেন? আন্দোলনকারীদের কথায়, ‘‘যে আবহাওয়ার কথা বলছেন, আমাদের পরিস্থিতি তার চেয়েও করুন৷ অযোগ্যরা চাকরি পেয়ে গেল, অথচ যোগ্যতা থাকা স্বত্ত্বেও চাকরি জুটলো না৷ দিনের পর দিন রাস্তায় বসে থেকেও দাবি আদায় হচ্ছে না৷ এভাবে রাস্তায় বসে থাকতে থাকতে জীবনের আয়ু কমে গেলো। তাই রাজ্যের অভিভাবক হিসেবে রাজ্যপালের দ্বারস্থ হব৷’’

আরও পড়ুন: মালদহের বাগানে ডাঁই করে রাখা আম, বিক্রি হচ্ছে জলের দরে, আসল কারণটা জানেন…