এবারে আর নিস্তার নেই রাশিয়ার, চূড়ান্ত পদক্ষেপ নিতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র

0
42

খাস খবর ডেস্ক: আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত জার্মানিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-৭ সম্মেলন। সেই সম্মেলনে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে পুতিন সরকারকে চাপে রাখতে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির জনৈক কর্মকর্তা বুধবার এ কথা জানিয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানকে ২৩০ কোটি দিচ্ছে চিন, নেপথ্যে কোন উদ্দেশ্য

- Advertisement -

রুশ-ইউক্রেন যু্দ্ধ দীর্ঘদিন ধরেই মাথাব্যথার কারণ হয়ে উঠেছে আমেরিকার। বারবার তারা নানাভাবে মস্কোর ওপর চাপ প্রয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আসন্ন জি-৭ সম্মেলনে চূড়ান্ত কোনও পদক্ষেপ নেওয়া হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

জানা যাচ্ছে, আগামী শনিবার সম্মেলনে যোগ দিতে বাভারিয়ায় যাচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। তিনি ছাড়াও ব্রিটেন, ফ্রান্স, কানাডা, জার্মানি, জাপান এবং ইতালির নেতৃবর্গ-ও এই সম্মেলনে যোগ দিতে চলেছেন। সে প্রসঙ্গে জনৈক মার্কিন কর্মকর্তা জানান, “অনেক হয়েছে। এবারে রাশিয়াকে চূড়ান্তভাবে চাপে রাখতে আমরা কঠোর প্রস্তাব গ্রহণ করতে চলেছি।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

সব মিলিয়ে ভ্লাদিমির পুতিন এবং গোটা রাশিয়াকে চাপে রাখতে এবারে কার্যত মরিয়া পশ্চিমা দুনিয়া। জি-৭ এর সদস্য রাষ্ট্রগুলি তো বরাবরই রাশিয়ার বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছে। এদিকে জানা গিয়েছে, জি-৭ সম্মেলন শেষে মাদ্রিদে ন্যাটো সামরিক জোটের এক সম্মেলনে যোগ দিতে যাবেন বাইডেন।