কুলভূষণ যাদব মামলায় নয়া আইন পাশ হল পাক সংসদে

0
97

খাস খবর ডেস্ক: আন্তর্জাতিক আদালত দীর্ঘদিন ধরেই চাপ দিয়ে আসছিল পাক সরকারকে। হেতু? কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড সংক্রান্ত আইন। যা নিয়ে ২০২০ সালে একটি অধ্যাদেশ জারি করা হয়। এরপরই নানান চড়াই উৎরাই দেখেছিল আন্তর্জাতিক কূটনৈতিকমহল।

আরও পড়ুন: আইন রক্ষা বিএসএফের কাজ নয়, এডিজির মন্তব্যের পরই চড়ছে পারদ

- Advertisement -

আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয় ইমরান খানের দেশের ওপর। সে চাপের মুখে অবশেষে মাথা নোয়াতে বাধ্য হল পাকিস্তানের সংসদ। এ বছরের জুনে কুলভুষণ যাদবের মামলাটিকে সামনে রেখে সংসদে পুনর্বিবেচনা এবং পর্যালোচনার বিল আনা হয়েছিল। জানা যাচ্ছে, বুধবার আইনে রূপান্তরিত হয়ে গেল সেই বিল। এর ফলে কুলভূষণও তাঁর মৃত্যু দণ্ডাদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন জানাতে পারবেন।

কুলভুষণকে নিয়ে ভারতের দাবী প্রথম থেকেই স্পষ্ট। ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসার কুলভূষণ যাদবকে ২০১৭ সালে গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসবাদের অভিযোগে দুষ্ট করে প্রাণদণ্ডের আদেশ দিয়েছিল পাক আদালত। ভারতের দাবী ছিল, প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদব একজন সাধারণ নাগরিক। তাঁকে মোটেই গুপ্তচর হিসেবে নিয়োগ করেনি সরকার।

আরও পড়ুন: কেন্দ্রীয় সম্পত্তি ফেরত পেতে চেয়ে মার্কিন কংগ্রেসকে চিঠি আফগানিস্তানের

বলাই বাহুল্য, সে দাবী পাকিস্তান অগ্রাহ্য করে। তাঁকে বরাবর গুপ্তচরের চোখেই দেখে এসেছে প্রতিবেশীরা‌। কিন্তু তাঁর বিষয়ে কোনও চটজলদি পদক্ষেপও নিতে পারেনি। কারণ সেই আন্তর্জাতিক আদালত‌। ২০১৯ সালে এই আদালত এক নির্দেশনামা জারি করে পাকিস্তান সরকারের ওপর। পুনর্বিবেচনা করতে হবে মামলাটি, এবং সেইসঙ্গে অভিযুক্ত যেন সকল প্রকার আইনি সুবিধা লাভ করে। এই নির্দেশনামাই কার্যত মেনে নিতে বাধ্য হল পাকিস্তান।