Reckless Driving : মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও লাগাম নেই বেপরোয়া গতিতে, হলদিরামে বাস পিষে দিল এক ব্যক্তিকে

0
239

কলকাতা: রাজ্যের প্রশাসনিক প্রধানের হুঁশিয়ারির পর ১২ ঘণ্টাও পেরাল না৷ বেপরোয়া বাসের গতিতে ফের প্রাণ হারালেন এক পথচারী৷ বুধবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হলদিরাম সংলগ্ন কলকাতাগামী রাস্তায়।

বুধবার সন্ধ্যায় বারাসত গড়িয়াগামী একটি বাস হলদিরাম নিউ কাট আউট পার করতেই অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির হঠাৎই বাসের সঙ্গে ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীরাও সেই ভাবে বিষয়টি দেখতে পাননি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা বাসটি ক্রসিং পার করার পরে রাস্তার ধারে যাত্রী নামাতে বাঁ দিকে ঘেঁষে যায়। সেই সময় ওই ব্যাক্তি কোনওভাবে সার্ভিস রোড দিয়ে মেইন ক্যারেজওয়ের দিকে যাচ্ছিলেন। তখনই বাসের সঙ্গে ধাক্কা লাগায় ব্যাক্তিটি বাসের পিছনের দিকে পড়ে যান।

- Advertisement -

এদিকে বাসটির গতি থাকার কারণে বাসের পিছনের চাকা ওই ব্যক্তির মাথায় উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মাথা থেঁতলে গিয়ে প্রাণ হারাণ ওই পথচারী। এদিকে ঘাতক বাসটির চালক দুর্ঘটনার পরই গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা শুরু করে। তেঘড়িয়া পার করতেই ভি আই পি রোডের অটো চালকেরা বিষয়টি সম্বন্ধে জানায় পুলিশকে। তড়িঘড়ি বাসের নম্বর দেখে কৈখালি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে খবর দেওয়া হয় বাগুইআটি ট্রাফিক গার্ডকে।

ফলে জোড়ামন্দিরের কাছে ঘাতক বাসটিকে ধরে ফেলে ট্রাফিক পুলিশের কর্মীরা। এদিকে মৃত ব্যক্তির কাছে কোনও পরিচয় পত্র না থাকার কারণে এখনও তার নির্দিষ্ট পরিচয় জানতে পারেনি পুলিশ। তবে ঘাতক বাসের চালককে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ৷

এদিনই দুপুরে মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠক থেকে শহরে ঘটে চলা একের পর এক দুর্ঘটনার বিষয়ে সরব হয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ চিংড়িঘাটায় কেন বারবার দুর্ঘটনা ঘটছে, বেপরোয়া চালকদের রোখা যাচ্ছে না কেন জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তারপরই রাজ্য পুলিশের পদস্থ কর্তারা চিংড়িঘাটা পরিদর্শনে যান৷ কিন্তু তারপরেও বেপরোয়া গতিতে যে লাগাম পরানো সম্ভব হয়নি, এই ঘটনায় তার প্রমাণ বলে মনে করা হচ্ছে৷

আরও পড়ুন: BJP: দিলুদা, আপনিও… জল্পনা উস্কে ফিরহাদের ঘরে Dilip Ghosh

আরও পড়ুন: Appointment: কথা রাখেনি সরকার, নিয়োগের দাবিতে ফের রাজপথে হবু শিক্ষকেরা