ফের ঘুরে দাঁড়াচ্ছে বামেরা, সুবিশাল জয় চিলির রাষ্ট্রপতি নির্বাচনে

0
109

খাস খবর ডেস্ক: বাংলার মসনদে ভবিষ্যতে কী হবে জানা নেই। কিন্তু বিশ্বরাজনীতিতে ফের ঘুরে দাঁড়াচ্ছে বামেরা। রবিবার ছিল চিলির রাষ্ট্রপতি নির্বাচন। প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বামপন্থী প্রার্থী গ্যাব্রিয়েল বোরিক।

আরও পড়ুন: আরও একবার পারমাণবিক পরীক্ষায় উত্তীর্ণ ভারত, ছাড়া হল নয়া ক্ষেপণাস্ত্র

- Advertisement -

গ্যাব্রিয়েলের বয়স মাত্র ৩৫ বছর। তিনি পরাজিত করেছেন ডানপন্থী প্রার্থী জোসে অ্যান্তোনিও কাস্টকে। উল্লেখ্য, দুই প্রার্থীই প্রত্যক্ষ রাজনীতির বাইরে থেকে রাষ্ট্রপতি পদে লড়েছেন। কেউই কখনও কোনও সরকারে ছিলেন না।

বোরিক ছিলেন ছাত্রনেতা। জানা যাচ্ছে, গত কয়েক দশকের মধ্যে চিলির রাষ্ট্রপতি নির্বাচনে এবারেই সবচেয়ে বেশী মেরুকরণ হয়েছিল। তবে হেরে গেলেও বিজয়ী প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানাতে ভুলছেন না জোসে অ্যান্তোনিও কাস্ট।

আরও পড়ুন: শুধু রক্ত চায় তালিবানরা… ছাড় দেবে না রাষ্ট্রপতিকেও, দাবী সাবেক নিরাপত্তা উপদেষ্টার

টুইটারে লেখেন, “বোরিক আজ থেকে দেশের নব নির্বাচিত রাষ্ট্রপতি। সেই সঙ্গে আমাদের সকলের শ্রদ্ধা এবং গঠনমূলক সমালোচনার দাবীদার।” অন্যদিকে বোরিক বলেছেন চিলির অর্থনৈতিক বৈষম্য দূর করার কথা। তিনি বেশ কিছু নিয়মকানুনে সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন।