ডিসেম্বরেও মৌসুমী বায়ুর শক্তিশালী প্রভাব, সৃষ্টি হল তীব্র বন্যা পরিস্থিতির

0
71

খাস খবর ডেস্ক: মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বর্ষণ। আর তার জেরে তীব্র বন্যার মুখোমুখি হল মালয়েশিয়া। দেশটির মোট ৭ প্রদেশে সৃষ্টি হয়েছে এই ভয়াল বন্যা পরিস্থিতির।

আরও পড়ুন: ফের ঘুরে দাঁড়াচ্ছে বামেরা, সুবিশাল জয় চিলির রাষ্ট্রপতি নির্বাচনে

- Advertisement -

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘বারনামা’র তথ্য অনুযায়ী, বন্যা কবলিত সাধারণ মানুষকে উদ্ধারের উদ্দেশ্যে পুলিশ, সেনা এবং ফায়ার সার্ভিস নির্বিশেষে মোট ৬৬ হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছে। যাঁরা এ পর্যন্ত মোট ২১ হাজার মানুষকে ত্রাণকেন্দ্রে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানান জনবহুল সিলাঙ্গর প্রদেশে ১০০ টির-ও বেশী ত্রাণকেন্দ্রে প্রায় ১৫ হাজার জনতাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সম্প্রতি প্রদেশটি ঘুরে দেখেন। বলেন, “সাধারণত একমাসে সার্বিক যে পরিমাণ বৃষ্টি হয়, মাত্র কয়েকদিনেই তাই ঘটেছে।”

আরও পড়ুন: আরও একবার পারমাণবিক পরীক্ষায় উত্তীর্ণ ভারত, ছাড়া হল নয়া ক্ষেপণাস্ত্র

যদিও রবিবারের পর থেকে বৃষ্টির পূর্বাভাস আর দেয়নি আবহাওয়া দফতর। এদিকে শুধু সরকারী কর্মীরাই নন। বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে এগিয়ে আসছেন বহু স্বেচ্ছাসেবী কর্মীও।