Mocha Update: হাওয়ার বেগ ঘণ্টায় ২০০ কিমি, স্থলভাগে আছড়ে পড়ল মোকা! উত্তাল সমুদ্র

0
90
mocha land fall

খাসডেস্কঃ হাওয়ার বেগ ঘণ্টায় ২০০ কিমি, স্থলভাগে আছড়ে পড়ল মোকা! অতি প্রবল ঘূর্ণিঝড়ের দখলে বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের সিতওয়ে । স্থানীয় সময় দুপুর ১২ টার আগেই স্থলভাগে শুরু মোকার তাণ্ডব।

আরও পড়ুন :স্ত্রীর সামনেই তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর! শাসক-বিরোধী ঝামেলায় উত্তপ্ত ময়না

- Advertisement -

দিনক্ষণ আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেইমত ক্ষয়ক্ষতির আশঙ্কায় সমুদ্রের উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। মোকার অভিঘাতে বড়সড় ক্ষয়ক্ষতি হতে পারে বাংলাদেশের কক্সবাজার, মহেশখালি এবং সেন্ট মার্টিন বন্দরে। স্থল্ভাগে আছড়ে পড়ার আগে বঙ্গোপসাগরের বুকে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগ ছিল মোকার।

আরও পড়ুন :ভয়ঙ্কর! ভাসিয়ে নিয়ে যাচ্ছিল ঢেউ, হাত ধরে টেনে তুললেন উপস্থিত পর্যটকেরা

আরও পড়ুন :সপ্তাহ শেষে দিঘায় গিয়ে হতাশ, সমুদ্র স্নানে ২ দিন নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন

প্রসঙ্গত বাংলায় তেমন একটা প্রভাব পড়বে না এই অতি প্রবল ঘূর্ণিঝড়ের। আগেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবুও সাবধানের মার নেই। তাই বিগত কয়েক দিন ধরেই উপকূলবর্তী এলাকায় একনাগারে প্রচার চালাচ্ছিল প্রশাসন। এবার সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা। দিঘার কস্তাল থানার পক্ষ থেকে মাইকে প্রচার করা হয়, “আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় মোকার (mocha) প্রভাবে সমুদ্রের জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সমুদ্র উপকূলে বাতাসের গতিবেগও বাড়তে পারে। আর সেই কারণে আগামী ১৫ মে পর্যন্ত পর্যটকদের সমুদ্রস্নানে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হল।” এই সময়ে সমুদ্র থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শও দেওয়া হয়েছে।