কর্ণাটকে বিজেপির হার ২০২৪-এর লোকসভা নির্বাচনে কি প্রভাব ফেলবে জানালেন অসমের মুখ্যমন্ত্রী

0
66

নয়াদিল্লি: কর্ণাটকে পুরানো ধারা বজায় রেখে জয়ী হয়েছে কংগ্রেস। শুধু জয় নয় বিজেপিকে অনেকটা বেশি ভোটেই পরাজিত করেছে। কংগ্রেসের এই বিজয় ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য নতুন করে অক্সিজেন দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাহুল গান্ধীই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান বিরোধী মুখ হিসাবে নিজেকে আরও শক্তিশালী করেছেন এই চর্চার মধ্যেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী বছরের লোকসভা নির্বাচনে কর্ণাটকের ফলাফল ও বিজেপি হার কতটা প্রভাব ফেলবে।

কর্ণাটকে কংগ্রেসের বড় জয় সত্ত্বেও,  অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনে গ্র্যান্ড ওল্ড পার্টির বিজয়ী হওয়ার কোনও সম্ভাবনা নেই। অসমের সোনিতপুর জেলায় একটি অনুষ্ঠানের ফাঁকে, তিনি বলেছেন, গতবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে, কংগ্রেস কর্ণাটকে সফলভাবে সরকার গঠন করেছিল কিন্তু শেষ পর্যন্ত বিজেপি লোকসভা নির্বাচনে আধিপত্য বিস্তার করেছিল। তিনি জোর গলায় বলেছেন, “বিরোধীরা এই জয়কে সাগরের মধ্যে একটুকরো খড়  আঁকড়ে রাখার মত মনে করছে। তবে ভবিষ্যতে এর কোন প্রভাব পড়বে না।”

- Advertisement -

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়, হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেছিলেন, “গত দুই-তিন মাসে বিভিন্ন সমীক্ষা ইঙ্গিত দিয়েছে যে বিজেপি কর্ণাটকে তেমন ভাল করবে না। আজকের ফলাফলে অবাক হওয়ার কিছু নেই।” আসামের মুখ্যমন্ত্রী এবং নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স আহ্বায়ক, হিমন্ত বিশ্ব শর্মা এই বছরের কর্ণাটক বিধানসভা নির্বাচনের অন্যতম তারকা প্রচারক ছিলেন। তিনি কর্ণাটক রাজ্য জুড়ে ১৫টি সমাবেশ করেছেন।  তিনি হাসান এলাকার একটি নির্বাচনী এলাকা আরসিকেরেতে একটি বিশাল রোড শোও করেছেন।  এই হাররে পর বিজেপির পারফরম্যান্স সম্পর্কে প্রশ্ন হলে তিনি  বলেছেন,  “কর্নাটকে অনুভূতি সম্পূর্ণ আলাদা ছিল। আমি যে সব এলাকায় প্রচার করেছি, সেখানে বিজেপি জিতেছে।”