স্ত্রীর সামনেই তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর! শাসক-বিরোধী ঝামেলায় উত্তপ্ত ময়না

0
33
moyna tmc worker attack

ময়না :  তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ময়নায় (moyna)। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। আক্রান্ত তৃণমূল কর্মীকে তাঁর স্ত্রীর সামনেই তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন :ভয়ঙ্কর! ভাসিয়ে নিয়ে যাচ্ছিল ঢেউ, হাত ধরে টেনে তুললেন উপস্থিত পর্যটকেরা

- Advertisement -

বাজার থেকে তুলে নিয়ে গিয়ে সটান জঙ্গলে। সেখানে গাছের সঙ্গে বেঁধে চলল বেধড়ক মারধর। স্ত্রীর সামনে আক্রান্ত তৃণমূল কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। উদ্ধার করা হয় আক্রান্ত তৃণমূল কর্মীকে।

আরও পড়ুন :সপ্তাহ শেষে দিঘায় গিয়ে হতাশ, সমুদ্র স্নানে ২ দিন নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন

ময়নার গোরাদান এলাকার বাসিন্দা সাহেব মণ্ডল। বছর ৩৫ এর সাহেব এখন তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর হাতে, চোখে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে ছুরির আঘাত।  এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ময়নার বাকচা গ্রাম-পঞ্চায়েত এলাকায়।

আরও পড়ুন :মদ খাওয়ায় টাকা না পেয়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

জানা গিয়েছে শনিবার বিকালে স্ত্রী তপতীকে নিয়ে ময়নার (moyna) চাবুকিয়া বাজারে যান তিনি। অভিযোগ আচমকা বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী তাঁকে ভরা বাজারের মধ্যে মারধর শুরু করে। এরপর তাঁকে পিছমোড়া করে তুলে নিয়ে যায় হালিশহরের জঙ্গলে। ঘটনার কথা স্থানীয় তৃণমূল নেতৃত্বকে জানান সাহেব মণ্ডলের স্ত্রী তপতী মণ্ডল । তৃণমূল নেতৃত্ব খবর দেয় পুলিশে। এরপর পুলিশ গিয়ে হালিশহরের জঙ্গল থেকে আহত অবস্থায় সাহেবকে উদ্ধার করে নিয়ে আসে। প্রথমে তাঁকে ভর্তি করা হয় ময়না ব্লক হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে আসা হয় তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয় তৃণমূল নেতার তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ আদক বলেন ” সাহেব আমাদের সক্রিয় কর্মী। সে কারণে তাকে দমাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে। আমরা ঘটনার নিন্দা করছি। সেই সঙ্গে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি “। যদিও ঘটনার দায় অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। পাল্টা সাহেবকেই দুষ্কৃতী বলে দাবি করেছে গেরুয়া শিবির।