ভয়ঙ্কর! ভাসিয়ে নিয়ে যাচ্ছিল ঢেউ, হাত ধরে টেনে তুললেন উপস্থিত পর্যটকেরা

0
101
digha

দিঘা : মোকার চোখ রাঙানির মাঝে  ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পেলেন দিঘার (digha) এক পর্যটক। সকাল সকাল সমুদ্রস্নানে নেমে ভেসে যাচ্ছিলেন তিনি। পাড়ে  উপস্থিত পর্যটকদের তৎপরতায় এ যাত্রায় প্রাণ বাঁচল তাঁর।

আরও পড়ুন :সপ্তাহ শেষে দিঘায় গিয়ে হতাশ, সমুদ্র স্নানে ২ দিন নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন

- Advertisement -

আজ অর্থাৎ রবিবার দুপুরেই বাংলাদেশ ও মায়ানমারে আছড়ে পড়ার কথা মোকার। বাংলায় তেমন একটা প্রভাব পড়বে না এই অতি প্রবল ঘূর্ণিঝড়ের। আগেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবুও সাবধানের মার নেই। তাই বিগত কয়েক দিন ধরেই উপকূলবর্তী এলাকায় একনাগারে প্রচার চালাচ্ছিল প্রশাসন। এবার সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা। দিঘার কস্তাল থানার পক্ষ থেকে মাইকে প্রচার করা হয়, “আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় মোকার প্রভাবে সমুদ্রের জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সমুদ্র উপকূলে বাতাসের গতিবেগও বাড়তে পারে। আর সেই কারণে আগামী ১৫ মে পর্যন্ত পর্যটকদের সমুদ্রস্নানে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হল।” এই সময়ে সমুদ্র থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

আরও পড়ুন :মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গাড়ি থেকে নেমেই তাঁর অগণিত ভক্তদের দিকে হাত নাড়লেন ‘টাইগার’

প্রশাসনের এই সিদ্ধান্তে বেশ কিছুটা হতাশ দিঘার পর্যটক মহল। কারণ স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাওয়ায় সৈকত নগরীতে (digha)  বেড়েছে পর্যটকদের আনাগোনা। এরসঙ্গে যুক্ত হয়েছে উইকেন্দে বাড়তি ভিড়। মোকার প্রভাব বাংলায় তেমন একটা পড়বে না জেনে সপ্তাহ শেষে পর্যটকদের ভিড় বেড়েছে অনেকটাই।