বচসা চলতে চলতে সহকর্মীদের গুলি, নিহত ৩

0
154

খাস খবর ডেস্ক: আবারও গুলি চলল মার্কিন যুক্তরাষ্ট্রে। এবারে বলি মোট ৩ জন। ঘটনাটি ঘটেছে মেরিল্যান্ড প্রদেশের একটি কারখানায়। বৃহস্পতিবার এই কারখানায় বচসা চলাকালীন ২৩ বছর বয়সী জনৈক যুবক আচমকাই বন্দুক বের করে গুলি চালিয়ে দেয় তিন সহকর্মীর ওপর।

আরও পড়ুন: এবারে গরু আর ভেড়ার ঢেকুরের ওপরেও শুল্ক চাপানোর চিন্তাভাবনা

- Advertisement -

গুলি চালানোর পর আততায়ী একটি গাড়ি করে পালানোর চেষ্টা করেছিল। ওয়াশিংটন কাউন্টির শেরিফ ডগলাস মুলেনডোর জানান, এই সময় মেরিল্যান্ডের জনৈক নিরাপত্তারক্ষীর সঙ্গে ফের সংঘর্ষে জড়িয়ে আহত হয় সে (পড়ুন, আততায়ী)। পরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্তের নাম অবশ্য এখনও প্রকাশ করেনি পুলিশ। শুধু জানাচ্ছে, সে এবং তার গুলিতে হতাহতরা সকলেই উত্তর মেরিল্যান্ডের স্মিথবার্গে কলম্বিয়া মেশিনের কর্মচারী। এছাড়া এই হামলার নেপথ্যে উদ্দেশ্য কী, তা-ও স্পষ্ট করে জানানো হয়নি এখনও।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এদিকে নিরাপত্তাকর্মীর সঙ্গে সংঘর্ষে একা আততায়ী-ই নয়। আহত হয়েছেন ওই নিরাপত্তাকর্মী-ও। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।