অনুব্রতকে গ্রেফতারের দাবি বিজেপি নেতাদের

0
123

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: অনুব্রতের দেহরক্ষী সায়গেল হোসেনকে বৃহস্পতিবার রাতে সিবিআই গ্রেফতার করেছে৷ এই প্রসঙ্গে সবর হয়েছে বিরোধী দল বিজেপি৷ গেরুয়া শিবিরের একাধিক নেতার মুখে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের সুর শোনা গিয়েছে৷

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘‘নিরাপত্তারক্ষীকে দিয়ে হবে না। মূল জায়গায় হাত দিতে হবে। যেখানে গরুপাচার কয়লা পাচার পাথর পাচারের যেখান থেকে শুরু সেই সর্দারকেই ধরতে হবে। আমার মনে হয় হাত সেদিকেই যাচ্ছে।’’

- Advertisement -

এই একই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘সিবিআই তার তদন্ত করছে। আমার তো ভেবেছিলাম অনুব্রত মণ্ডল গ্রেফতার হবে। এখন দেখা যাচ্ছে তার দেহরক্ষী কেই গ্রেফতার করা হয়েছে। হয়তো আগামীতে আরও বড় কেউ গ্রেফতার হবে।’’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোমজুড়ে পথ অবরোধ প্রসঙ্গে নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অনুনয়-বিনয় করে আবেদন জানিয়েছেন৷ এই প্রসঙ্গে বলেন, ‘‘পশ্চিমবাংলায় এই ধরনের ক্রিয়া-কলাপ বাড়ছে৷ CAA নিয়ে একাধিক জায়গায় রাস্তা অবরোধ, ট্রেন বাস জ্বালানো হয়েছে৷ উদ্দাম-নৃত্য আমরা দেখেছি৷ আইনশৃঙ্খলার অবনতি পুলিশ দাঁড়িয়ে থেকে দেখে কিছু করে না৷ এখানেও তাই হয়েছে আমার মনে হয় এটা ধীরে ধীরে বাড়বে সরকার আইন-কানুনকে সুরক্ষিত করুক এটা সরকারের দায়িত্ব মানুষেরই চায়৷’’

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সুদের হার কমানো এগুলো থেকে দৃষ্টি ঘোরাতে পরিকল্পিতভাবে দিল্লি থেকে বিবৃতি দিচ্ছে তাদের গ্রেফতার করে তিহার জেলে পাঠানো উচিত৷ এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘
সরকার তার নিজস্ব স্টাইলে সমস্ত দায়িত্ব নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই সব সাময়িক ব্যাপার৷ এখানে স্থায়ীভাবে যে ধরনের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে মানুষের প্রাণ যাচ্ছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, যে ধরনের বিশৃঙ্খলা শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে খুন হয়ে যাচ্ছে দম্পতি তিনি কি করে লোকের দিকে আঙুল তোলেন? আগে নিজের পশ্চিমবাংলা কে ঠিক করুন৷’’