Rupankar Bagchi : বাংলা ছবি থেকে বাদ পড়ল রূপঙ্করের গান

0
114

বিনোদন ডেস্ক : “হু ইজ কেকে ম্যান” বিতর্ক থেকে যেন মুক্তি নেই রূপঙ্করের। ভিডিও ডিলিট করে সংবাদ সম্মেলনে ক্ষমা, ফেসবুক প্রোফাইল লক করেও হয়নি কাজ। জনরোষ যেন কমার নামই নেই। এসবের মাঝে বাংলা ছবি থেকে বাদ পড়ল রূপঙ্করের গান।

আরো পড়ুন : Rupankar-Chaitali : ‘ইসমার্ট জোড়ি’ থেকে বাদ দেওয়ার দাবিতে সরব দর্শকমহল, কি করবে চ্যানেল কর্তৃপক্ষ

- Advertisement -

সূত্রে খবর, বাংলা ছবি ‘প্রথম বারে প্রথম দেখা’-তে একটি গান গেয়েছিলেন রূপঙ্কর। কিন্তু এখন সেই গান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন ছবি নির্মাতারা। তাঁর জায়গায় বাংলার আরেক গায়ক অরিজিৎ সিং কে বেছে নেওয়া হয়েছে গানের কন্ঠ হিসেবে । যেকোনো গায়কের কাছে এটা খুবই অসম্মানের। খবর প্রকাশ্যে আসতেই রীতিমত সাড়া পরে গিয়েছে নেটদুনিয়ায়।

আরো পড়ুন : সমাজের চোখে বেমানান , নিজেকে বদলাতে ব্যক্তিসত্বা হারিয়ে ফেললেন Swastika

তবে সংবাদ মাধ্যমকে সিনেমার কর্তৃপক্ষ জানিয়েছেন, আমাদের ছবির একটি গান রূপঙ্করদাকে দিয়ে গাওয়ানো হয়েছিল। কিন্তু যেহেতু ছবি কিশোর-কিশোরীদের নিয়ে তাই রূপঙ্করের গলা বয়স্কদের মত শোনাচ্ছে, সেই কারণেই অরিজিৎ সিং কে বেছে নেওয়া। কিন্তু টলিপাড়া গুঞ্জন বলছে অন্য‌ কথা। তাদের মতে জনরোষের মুখে পড়তে চায়নি ছবি নির্মাতারা তাই রূপঙ্কর কে দিয়ে গান গাওয়াতে ভয় পাচ্ছে তারা।