ভয়াবহ ঝড় ৩ দেশে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০

0
86

খাস খবর ডেস্ক: মাত্র সপ্তাহ দুয়েক আগের ঘটনা। সমুদ্রের তলদেশে আগ্নেয় পর্বতে অগ্নুৎপাতের ফলে সুনামির সৃষ্টি হয়েছিল টোঙ্গা-য়। এবারে আরও এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি বিশ্ব।

আরও পড়ুন: আরও এক ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট শনাক্ত হল Covid 19 -র, চরম হুঁশিয়ারি গবেষকদের

- Advertisement -

ভয়াবহ ঝড় আর সেইসঙ্গে ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত আফ্রিকার ৩ দেশ। মাদাগাস্কার, মোজাম্বিক এবং মালাবি। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘আনা’য় এই ৩ দেশে সার্বিক মৃতের সংখ্যা ৮০। ঝড়ে অন্ততঃ ১০ হাজার ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ডুবে গিয়েছে বহু এলাকা। জলবন্দি হয়ে আটকা পড়েছেন বহু মানুষ।

সরকারি রিপোর্ট অনুযায়ী, মাদাগাস্কারে মৃতের সংখ্যা সবথেকে বেশি। ৪১ জন। আর মোজাম্বিক এবং মালাবিতে যথাক্রমে ১৮ এবং ১১ জনের প্রাণহানি’র ঘটনা ঘটেছে। অন্যদিকে মাদাগাস্কারে প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ আশ্রয়হীন। রাজধানী আন্তোনানারিভো’র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাঁদের এ মুহূর্তে আশ্রয় দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পুতিনের কাছে যুদ্ধ না করার প্রমাণ চেয়ে পশ্চিমাদের নাক গলাতে নিষেধ ইউক্রেনের

অবস্থা ভাল নয় মোজাম্বিকের-ও। এই দেশের উত্তর এবং মধ্যাঞ্চলে প্রায় ১০ হাজার বাড়িসহ বেশ কয়েকটি হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গিয়েছে। এদিকে একে রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, আরও একটি ঝড় আগামী কয়েক দিনের মধ্যে সৃষ্টি হতে পারে ভারত মহাসাগরে।