পুরভোটে প্রার্থী বাছাইয়ে পুরনো ও অভিজ্ঞদের গুরুত্ব দেওয়ার ইঙ্গিত নেত্রীর

0
48
Trinamool,

কলকাতা: দোরগোড়ায় পুরসভা ভোট। ১০৬টি কেন্দ্রের আসন্ন পুর নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ে তিনি যে সাংগঠনিক পদ্ধতির উপরেই জোর দিতে চাইছেন, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত পুর এলাকার পুরনো ও অভিজ্ঞ নেতা, বিধায়ক এবং পদাধিকারীদের থেকে নেওয়া তালিকাকেই এবার প্রাধান্য দিতে চলেছে শাসক দল।

আরও পড়ুন: পুরভোটে প্রার্থী বাছাইয়ে পুরনো ও অভিজ্ঞদের গুরুত্ব দেওয়ার ইঙ্গিত নেত্রীরও অভিজ্ঞদের গুরুত্ব দেওয়ার ইঙ্গিত নেত্রীর

- Advertisement -

বৃহস্পতিবার এক সংসদীয় দলের বৈঠকে তৃণমূলনেত্রী জানিয়েছেন, পুরভোটে প্রার্থী তালিকা তৈরি সংক্রান্ত কাজ প্রাথমিক ভাবে দেখবেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তবে কিছু দিন আগে থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পুর এলাকার দলীয় বিধায়ক, জেলা সভাপতি ও জেলার গুরুত্বপূর্ণ নেতাদের কাছ থেকে সংশ্লিষ্ট এলাকার পুরসভা ভিত্তিক প্রার্থীদের নাম সংগ্রহ করেছেন সুব্রত বক্সী। ১০৬টি পুরসভার প্রায় ৩ হাজার প্রার্থীর তালিকা নিয়ে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে প্রাথমিক ভাবে তা চূড়ান্ত করা হয়েছে। এবার সেই তালিকায় সিলমোহর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজন কাটছাঁটও করা হতে পারে সেই তালিকা।

আরও পড়ুন: পুতিনের কাছে যুদ্ধ না করার প্রমাণ চেয়ে পশ্চিমাদের নাক গলাতে নিষেধ ইউক্রেনের

কলকাতা পুরসভার প্রার্থী তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে শেষ মুহূর্তে কিছুটা এই রকম অবস্থানই নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুর নির্বাচনের কথা মাথায় রেখেই এই ১০৬ কেন্দ্রের নির্বাচনের প্রস্তুতি-পর্বে ভোটকুশলী প্রশান্তের সংস্থা ‘আইপ্যাক’-এর গুরুত্ব কিছুটা কমিয়ে দেওয়া হল বলে মনে করা হচ্ছে। দলের এক সদস্যের কথায়, ”আইপ্যাক তো পরামর্শদাতা। তাদের পরামর্শ দলনেত্রীর কাছে নিশ্চয়ই আছে। আবার দলেরও জেলা সভাপতি ও ব্লক কমিটিগুলির এ ব্যাপারে মত আছে। সেগুলিও তাঁর কাছে যাবে। এবং এই দুই তালিকা সামনে রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।”