পুতিনের কাছে যুদ্ধ না করার প্রমাণ চেয়ে পশ্চিমাদের নাক গলাতে নিষেধ ইউক্রেনের

0
61

খাস খবর ডেস্ক: ইউক্রেন আক্রমণের কোনও পরিকল্পনা নেই রাশিয়ার।‌ কথাটা মোটেই বিশ্বাস করছেন না ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। পাল্টা হিসেবে তিনি প্রমাণ চেয়েছেন। পাশাপাশি পশ্চিমা শক্তিদের উদ্দেশ্যেও তাঁর সাফ বার্তা, “সীমান্তে রুশ সেনাবাহিনীর বাড়বাড়ন্ত নিয়ে অযথা আতঙ্ক ছড়াবেন না।”

আরও পড়ুন: এই ফেব্রুয়ারিতেই ইউক্রেন আক্রমণ করবেন পুতিন, সতর্কবার্তা বাইডেনের

- Advertisement -

শুক্রবার কিয়েভে এক সাংবাদিক সম্মেলনে প্রথমেই জেলেনস্কি পুতিন সরকারের উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একদিন আগেই বলেছেন, “কিয়েভের সঙ্গে ক্রেমলিন যুদ্ধে জড়াতে চাইছে না।” সেই কথার প্রেক্ষিতেই ইউক্রেনের রাষ্ট্রপ্রধান বলেন, “ওরা (রাশিয়া) বিভিন্ন মিডিয়ায় বলে আসছে যে যুদ্ধ চায়না। তাহলে তার কোনও প্রমাণ অন্তত দাখিল করুক।”

বিশেষজ্ঞ মহল মনে করছে কিয়েভের এই প্রমাণ চাওয়ার পেছনে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে। ইউক্রেন সীমান্তে এ মুহূর্তে রুশ সেনার পরিমাণ ১ লাখেরও বেশি। যে কোনও সময়ে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা আছে।

আরও পড়ুন: তীব্র শীতে ক্ষুধার জ্বালায় জ্বলছে আফগানিস্তান, মানবিক আর্জি জাতিসংঘের

তবে এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং NATO -র অতিরিক্ত নাক গলানো-ও বরদাস্ত করতে পারছে না কিয়েভ। যে বিরক্তি ফুটে ওঠে রাষ্ট্রপতির গলায়। বলেন, “মার্কিন নেতারা বলেই চলেছেন যে কালই যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এতে কেবল প্যানিক ছড়াচ্ছে। আর তাতে অর্থনৈতিকভাবে আমাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।”