আরও এক ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট শনাক্ত হল Covid 19 -র, চরম হুঁশিয়ারি গবেষকদের

0
864

খাস খবর ডেস্ক: আরও একবার ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা। তা-ও কোথায়? সেই দক্ষিণ আফ্রিকা, যেখান থেকে জয়যাত্রা শুরু হয়েছিল ওমিক্রনের। এবং যেখান থেকে অতিমারী-রই অভিযান শুরু হয়েছিল, চীনের সেই উহান প্রদেশের বিজ্ঞানীরা শনাক্ত করেছেন করোনা’র এই নতুন রূপকে।

আরও পড়ুন: Covid19: আক্রান্তের সংখ্যা কমলেও স্বস্তি নেই বাংলায়, একদিনে মৃত ৩৬

- Advertisement -

করোনার এই রূপটির নাম, নিওকভ (NeoCov)। বিজ্ঞানীদের রিপোর্ট অনুযায়ী, মৃত্যুর হারের নিরিখে এই ভ্যারিয়েন্ট অন্যান্য করোনা ভ্যারিয়েন্টকে ছাপিয়ে যাচ্ছে। গড়ে ৩ জন সংক্রমিতে’র মধ্যে ১ জনের মৃত্যু ঘটছে।

যদিও উহানে’র বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই ভাইরাস মোটেই নতুন নয়। এটি কার্যত MERS-Cov ভাইরাসের সঙ্গে সম্পর্কিত। ইতিপূর্বে ২০১২ এবং ২০১৫ সালে এই ভাইরাস মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আবিষ্কৃত হয়েছিল। বিজ্ঞানী এই ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছেন।

আরও পড়ুন: ২০২২ বাজেটে করোনা গাইডলাইন পালন, প্রস্তুতি তুঙ্গে

NeoCov য়ে ঘুরে ফিরে আসছে ২০১৯ র ডিসেম্বরে করোনা ভাইরাস প্রথম আবির্ভাবের স্মৃতি। সেবারে করোনা’র প্রধান কারণ হিসেবে ধরা হয়েছিল বাদুড়কে। এবারেও এই NeoCov বাদুড় প্রজাতির মধ্যে প্রথম আবিষ্কৃত হয়েছে। গবেষকরা জানাচ্ছেন, এই ভাইরাসের মানুষের দেহে প্রবেশ করতে হলে একটি মিউটেশনই যথেষ্ট। এ ভাইরাসে আক্রান্ত হলে শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে অ্যান্টিবডি বা প্রোটিন অনুগুলি অনেক দুর্বল হয়ে পড়ে।