ইউক্রেনের ছায়া এবারে এশিয়ায়, নিজ স্বার্থরক্ষায় শেষ অবধি লড়ে যাবে চিন

0
283

খাস খবর ডেস্ক: ইউক্রেনের ছায়া এবারে এশিয়ায়। আরও স্পষ্ট করে বললে, তাইওয়ানে। চিন দীর্ঘদিন ধরেই তাইওয়ানের সার্বভৌমত্ব অস্বীকার করে আসছে। এবারে তারা সরাসরি দিল তাইওয়ান ইস্যুতে নিজ স্বার্থরক্ষায় শেষ পর্যন্ত লড়ে যাবে।

আরও পড়ুন: রুশ-ইউক্রেন যুদ্ধে সবচেয়ে লাভবান হয়েছে কোন দেশ

- Advertisement -

চিনের জিনপিং সরকারের তরফে রবিবার এ বিবৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে। সিঙ্গাপুরে শাংরি লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে বলেন, “তাইওয়ান ইস্যুতে আমরা যে কোনও মূল্যে লড়ে যাব। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব।” যোগ করেন, “কারণ চিনের জন্য এটিই একমাত্র বিকল্প।”

তাইওয়ানকে বরাবরই নিজেদের অংশ বলে দাবি জানিয়ে এসেছে চিন। দেশটির সার্বভৌমত্ব কোনওদিনই স্বীকার করেনি তারা। এ প্রসঙ্গে ফেংহে এদিন বলেন, “চিনকে বিভক্ত করার চেষ্টা চলছে। যারা চিনকে ভাগ করে তাইওয়ানের স্বাধীনতার পিছনে ছুটছে, তাদের নিশ্চিতভাবেই ভাল কোনও পরিণতি হবে না।” আরও বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

চিনা প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য থেকেই পরিষ্কার, প্রয়োজনে ইউক্রেনের পরিস্থিতি তাইওয়ানেও তৈরি করতে দুবার-ও ভাববে না বেইজিং। অথচ মজার বিষয় এই যে, এই বেইজিং-ই দুদিন আগে এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ তারা চায়না। একেই বোধহয় বলে, “নিজের বেলায় আঁটিসুটি….”