ময়দানের সকালের খাসখবর (১৩/৬/২০২২)

0
103

দক্ষিণ আফ্রিকা নয়, ক্লাসেনের কাছেই হেরে গেল ভারত

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং, রানের পাহাড়। তবুও ভারতের শেষরক্ষা হয়নি। দক্ষিণ আফ্রিকার রাইলি ফন ডান ডুসেন আর ডেভিড মিলারের ব্যাটের আসুরিক শক্তি ও তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছিল টিম ইন্ডিয়া।

- Advertisement -

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ১৫০ রান ছুঁতে পারেনি ভারত। ইশান কিষানের ২১ বলে ৩৪, শ্রেয়াল আইয়ারের ৩৫ বলে ৪০ আর শেষের দিকে দীনেশ কার্তিকের ২১ বলে ৩০ রানে ১৪৮ রান তুলতে পেরেছে ভারত। এই রান তুলতেই দক্ষিণ আফ্রিকার তিনটি উইকেট পড়ে গিয়েছিল।

টালমাটাল যখন প্রোটিয়ারা, তখন হাল ধরেন অধিনায়ক তেম্বা বাভুমা (৩০ বলে ৩৫), সেই সাথে মারকুটে হেনরিখ ক্লাসেন (৪৬ বলে ৮১)। চতুর্থ উইকেটে ৬৪ রানের জুটি। বাভুমা ফিরলেও মিলারের সঙ্গে ক্লাসেন পঞ্চম উইকেটে ২৮ বলে ৫১ রান যোগ করে ম্যাচটা নিয়ে যান সাউথ আফ্রিকার হাতের মুঠোয়। এক কথায় বললে, দক্ষিণ আফ্রিকা নয়, ভারতকে একাই হারিয়ে দিয়েছেন ক্লাসেন!

শাদাবের স্বপ্নের ম্যাচ, ৩-০ তে সিরিজ জিতল পাকিস্তান

দল যখন ১১৭ রানে ৫ উইকেট তখন সাতে নম্বরে ব্যাট করতে নেমে ৭৮ বলে ৮৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন সাদাব খান। এরপর বোলিংয়ে ৬২ রানে ৪ উইকেট, মুলতানে এমন স্বপ্নের মতো একটা দিনই কাটালেন পাকিস্তান অলরাউন্ডার শাদাব খান। তাতেই ম্লান হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওয়ানডেতে ধূলিঝড়ে ৪৮ ওভারে নেমে আসা ম্যাচে ২৬৯ রানের সম্বল নিয়ে ৫৩ রানের জয় পেল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে ৩৭.২ ওভারে ২১৬ রান করেই। এ জয় দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান।

আরও পড়ুন: আজকে টিভিতে কী দেখবেন (১৩ জুন, ২০২২)

অবসর ভাঙছেন মঈন আলী

এক বছরও হয়নি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। তবে এখন অবসর ভেঙে লংগার ভার্সনে ফিরতে প্রস্তুত তিনি। ম্যানেজমেন্ট চাইলে এ বছরের শেষের দিকে নির্ধারিত পাকিস্তান সফরেই দলে ফিরতে রাজি আছেন এই অলরাউন্ডার।
গত বছরের সেপ্টেম্বরে টেস্ট কেরিয়ারের ইতি টানেন ৬৪ ম্যাচ খেলা মঈন।

আইপিএল মিডিয়া স্বত্ব নিলামে তীব্র লড়াই

আইপিএলের মিডিয়া স্বত্বের নিলামে রবিবার ছিল প্রথম দিন। আর প্রথম দিনই ভারতীয় উপমহাদেশে টিভি এবং ডিজিটাল স্বত্বের জন্য প্রবল লড়াই চলল। এখনও পর্যন্ত যা খবর, তাতে ম্যাচ প্রতি দর ১০০ কোটি টাকা পেরিয়ে গিয়েছে। দ্বিতীয় দিন সব মিলিয়ে আইপিএলের মিডিয়া স্বত্বের মূল্য ৫০ হাজার কোটি টাকা স্পর্শ করতে পারে বলে ওয়াকিবহাল মহলের খবর।

আইপিএলের মিডিয়া স্বত্ব কেনার দৌড়ে থাকা সাতটি সংস্থার মধ্যে চারটি— ভায়াকম ১৮, ডিজনি-স্টার, সোনি এবং জি-এর মধ্যে প্রায় সাত ঘণ্টা লড়াই চলেছে রবিবার নিলামে। ‘প্যাকেজ এ’ (ভারতে টিভি স্বত্ব) এবং ‘প্যাকেজ বি’ (ভারতে ডিজিটাল স্বত্ব)-এর জন্য নিলামে মোট দর উঠেছে প্রায় ৪২ হাজার কোটি টাকা এবং এখনও তা শেষ হয়নি। নিলামের চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে পারে সোমবার বা মঙ্গলবার।

মলদ্বীপ এখন ছুটি কাটাচ্ছেন বিরাট

ছুটি কাটাতে মলদ্বীপ চলে গিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সঙ্গে রয়েছে ছোট্ট ভামিকা। রবিবার সকালে মলদ্বীপের সমুদ্র সৈকত থেকে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুষ্কা। সন্ধ্যায় ছবি ভাগ করে নিলেন বিরাট।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজ খেলছেন না বিরাট। তাঁকে আবার দেখা যাবে জাতীয় জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে। করোনার জন‌্য গত মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হয়ে যায়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত।