করোনার কোপে মিলছে না শিশুদের টিকা, ফের বাড়ছে পোলিও-হাম

0
43

খাস ডেস্ক : করোনা প্রকোপে সারা বিশ্ব জর্জরিত। করোনা রুখতে গিয়ে নেওয়া হচ্ছে নানান ব্যবস্থা। তবে এই মহামারিকে আটকাতে গিয়ে আরও একটি সমস্যাকে অবহেলা করা হচ্ছে বেশ কিছু দেশে। ভারত ও আরও চারটি দেশে শিশুদের জীবনদায়ী টিকা নিয়ে নেওয়া হচ্ছে না যথাযথ ব্যবস্থা এমনটাই জানাচ্ছে বিশ্ব স্বাথ্য সংস্থা বা WHO এর রিপোর্ট। সময়ে মিলছে না শিশুদের টিকা। গত এক বছরে নতুন করে ছড়াচ্ছে বেশ কিছু রোগ। এই ছবিই তুলে ধরেছে রাষ্ট্রপুঞ্জ।

অতিমারি ঠেকানোর জন্য ভ্যাকসিন নিয়ে চলছে বিশেষ ব্যবস্থা। কিন্তু অন্যদিকে এতদিনের যে রোগগুলি প্রায় স্তিমিত হয়ে পড়েছিল সেগুলি আবার মাথাচাড়া দিয়ে উঠছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুসারে, প্রায় আড়াই কোটি শিশু জীবনদায়ী টিকা পায়নি ভারত সহ আরও চারটি দেশে। বলা হয়েছে, পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলিতে ডিটিপিথ্রি টিকা দেওয়া কমেছে। শিশুদের তিনটি টিকা দেওয়া হয় ডিপথেরিয়া, ধনুষ্টংকার (টিটেনাস), ও হুপিং কাশি (পার্তুসিস) যাকে বলা হয় ডিটিপিথ্রি। এই টিকাই যে কোনও দেশের রোগ প্রতিরোধ ক্ষমতার ভিত তৈরি করে। তবে এই টিকা না পাওয়ায় নতুন উদ্বেগ সৃষ্টি হচ্ছে বলে মনে করছে হু।

- Advertisement -

২০১৯ থেকে ২০২১ এর মধ্যে কম করে ৫ শতাংশ কমেছে ডিটিপিথ্রি টিকা দেওয়ার পরিমাণ। পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গত ২ বছরে ৯ শতাংশ কমেছে শিশুদের টিকাকরণ। শিশুদের জন্য এটি বিপদ সংকেত বলেও মনে করছে রাষ্ট্রপুঞ্জ। টিকা উৎপাদনকারীরা মূলত কোভিড ১৯ এর টিকাতেই বেশি জোর দিয়েছে ফলে শিশুদের জীবনদায়ী টিকার যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া ও ফিলিপিন্সে প্রায় ২ কোটি শিশু গত এক বছরে টিকা পায়নি। এই বিপদজনক পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে তথ্যভ্রান্তি ও জোগানের অভাবকেই।

এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়িসুস জানিয়েছেন, অতিমারি নিয়ে সতর্কতা এখন জরুরি, কিন্তু তার পাশাপাশি অন্য রোগগুলোকে অবহেলা করা যাবে না। কোভিডের সঙ্গে হাম নিউমোনিয়া, ডায়রেয়িয়ার মতো মারণ রোগের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রপুঞ্জের এই তথ্য যে উদ্বেগজনক তাও জানিয়েন হু এর প্রধান।