গরিব দেশগুলোকে ৫০ কোটি টিকা দেবে আমেরিকা

0
22
প্রতীকী ছবি

খাসখবর ডেস্ক: আটদিনের ইউরোপ সফরে বেরিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি সাত সম্মেলনে আলোচনায় বসার আগেই ভ্যাকসিন নিয়ে এক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রায় দু বছরের মধ্যে বিশ্বের ১০০টি দেশের ৫০কোটি ফাইজারের টিকা বিলি করার উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রশাসন।

সূত্রের খবর, জো বাইডেন পরিকল্পনা করেছেন যে গরিব বা পিছিয়ে পড়া দেশগুলিকে আগে ভ্যাকসিন বিলি করতে হবে। যার জেরে আফ্রিকাসহ বহু গরিবদেশকে এই বছরের মধ্যেই ২০ কোটি ফাইজারের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ফাইবারের টিকাই নয় গরিব দেশ গুলি পাবে বায়োএনটেক ভ্যাকসিনের ২০ কোটি ডোজ। ঠিক একই রকমভাবে আগামী বছর আরও ৩০ কোটির টিকা পৌঁছে দেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট।

- Advertisement -

প্রসঙ্গত, যেহেতু কিছুদিন আগেই ইউনিসেফ ঘোষণা করেছিল যে, টিকা সঠিক ভাবে বিতরণ না করলে, তা নষ্ট হবে। এপ্রসঙ্গে ইউনিসেফ বলেছিল, “করোনা ভাইরাসের টিকার সরবরাহ স্থিতিশীল থাকা দরকার। কারণ গরিব দেশ গুলি তাদের নাগরিকদের জন্য টিকার ব্যবস্থা এখনও পর্যন্ত করে উঠতে পারেনি।” তবে ব্রিটেনসহ অন্যান্য ধনী দেশ ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছে, যতগুলি টিকা বেঁচে যাবে সেগুলি তারা গরিব দেশগুলির মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এবিষয়ে ইউনিসেফ চাইছে যে, সেই টিকা গুলি বেশি দিন অপেক্ষা না করেই আগে থেকে দেওয়া শুরু করে দিক।

আরও পড়ুন-আটদিনের ইউরোপ সফরে মার্কিন প্রেসিডেন্ট, পুতিনের সঙ্গে বৈঠক

ইউনিসেফের এই আহ্বানের সঙ্গে সুর মিলিয়েছেন বহু তারকা ব্যক্তিত্বরা। এই তারকাদের মধ্যে রয়েছেন মার্কিন সংগীতশিল্পী বিলি আইলিশ, প্রাক্তন ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহাম, বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া, ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে, মার্কিন পপ তারকা কেটি পেরি প্রমুখ। তবে ইউনিসেফের এই উদ্যোগের কারণে হয়তো নতুন পরিকল্পনা গ্রহণ করতে চলেছে মার্কিন প্রশাসন।

জানা গিয়েছে, ব্রিটেনসহ বিশ্বের ধনী দেশগুলোর সঙ্গে ভ্যাকসিন বন্টন নিয়ে আলোচনা করেছে আমেরিকা। যার জেরে বিশ্বের অন্তত ১০০টি দেশে করোনা ভ্যাকসিন বিলি করার পরিকল্পনা গ্রহণ করেছেন বাইডেন প্রশাসন। যদিও ভারতকে টিকা সরবরাহের কথা আগেই জানিয়ে দিয়েছিল আমেরিকা। মার্কিন প্রশাসনের সার্জেন্ট জেনারেল ডক্টর বিবেক মূর্তি বলেছেন, অ্যাস্ট্রজেনেকার টিকার বিপুল পরিমাণ ডোজ পড়ে রয়েছে যা এখনও ব্যবহার করা হয়নি। এফ ডি এ এর অনুমতির অপেক্ষা করছে সরকার। যে মুহূর্তে টিকার সবুজসঙ্কেত চলে আসবেন দেশে সেই মুহূর্তেই বিশ্বের অন্যান্য দেশের টিকা বিতরণ শুরু হয়ে যাবে।”

আরও পড়ুন-ঘুমের মধ্যেই চিরবিদায় নিলেন পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

উল্লেখ্য, টিকা বিতরণের জন্য বিশ্বের নানা দেশকে জুড়ে গ্লোবাল কমিটি বানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যার নাম ‘কোভিড ভ্যাকসিন গ্লোবাল অ্যাকসেস’ বা কোভ্যাক্স। এর উদ্দেশ্য হল চাহিদা অনুযায়ী সব দেশে করোনা টিকা পৌঁছে দেওয়া। বিশেষত যে দেশগুলিতে সংক্রমণের হার ও মৃত্যু বেশি। বিশ্বের ধনী দেশগুলোর উচিত এই কমিটির মাধ্যমে গরিবদেশ গুলির কাছে পৌঁছে দেওয়া। ভারত কবে কর্মসূচিতে অনেক দেশেই টিকা সরবরাহ করেছে এবার আমেরিকার সেই উদ্যোগ নিতে চলেছে।