মাদক পাচার থেকে পুলিশ খুন, নিউটাউন এনকাউন্টারে খতম ভুল্লার ছিল পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার

কোনও সাধারণ দুষ্কৃতী ছিল না ওই দু’জন৷ পাঞ্জাব থেকে পালিয়ে আসা কুখ্যাত গ্যাংস্টার ছিল তারা৷

0
39

কলকাতা: গ্যাংস্টারের সঙ্গে পুলিশের লড়াই৷ ভিনরাজ্যের এনকাউন্টারের লোমহর্ষক খবর এতদিন খবরের পাতায় পড়েছে বাংলা মানুষ৷ কিন্তু গতকাল ভর দুপুরে নিউটাউনের মতো উপনগরীতে গ্যাংস্টার বনাম পুলিশের গুলির লড়াইয়ের ঘটনায় শিউরে উঠেছে শহরবাসী৷ পুলিশের গুলিতে নিহত হয় দুই দুষ্কৃতী৷ পরে জানা যায়, কোনও সাধারণ দুষ্কৃতী ছিল না ওই দু’জন৷ পাঞ্জাব থেকে পালিয়ে আসা কুখ্যাত গ্যাংস্টার ছিল তারা৷

খুন, জখম, মাদক ব্যবসার মতো গর্হিত অপরাধে জড়িত ছিল জয়পাল সিং ভুল্লার এবং জসসি খাড়ার৷ ২৫টির বেশি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে৷ শুধু পাঞ্জাবে নয়, দেশের আরও চার রাজ্যে অপরাধের জাল ছড়িয়েছিল ভুল্লার এবং জসসি৷ এতটাই আতঙ্ক ছড়িয়েছিল দু’জন যে পুলিশকে তাদের সন্ধান পেতে আর্থিক পুরস্কার ঘোষণা করতে হয়েছিল৷ ভুল্লার মাথার উপর ১০ লক্ষ টাকা এবং জসসির মাথার উপর ৫ লক্ষ টাকা পুরস্কার ধার্য করেছিল পুলিশ৷

- Advertisement -

জানা গিয়েছে, মে মাসের ১৫ তারিখ পাঞ্জাবের দুই পুলিশ কর্মীকে খুন করে গা ঢাকা দিয়েছিল দু’জন৷ এরপর বিভিন্ন রাজ্য থেকে পালিয়ে বাংলায় আসে৷ কোথ পথে তারা রাজ্যে ঢুকল তা তদন্ত করছে পুলিশ৷ কিন্তু ভুল্লার ও জসসি যে রাজ্যে ঢুকেছে তা আগেই জানতে পেরেছিল রাজ্যের পুলিশ ও এসটিএফ৷ দু’জনের মোবাইল নম্বর ট্র্যাক করে লোকেশনের খোঁজ পায় কলকাতা পুলিশ৷ তারপরই গতকাল অভিযানে নামে এসটিএফ৷

রাজ্যের গোয়েন্দারা জানতে পেরেছে গ্যাংস্টার দলের সঙ্গে আরও এক পাণ্ডা রয়েছে৷ নাম জয়সিং পারমার৷ তার সঙ্গে যোগাযোগ ছিল ভুল্লারে৷ পারমারের কোনও খোঁজ মেলেনি৷ যে বাংলায় রয়েছে কিনা সেটাও নিশ্চিত নয় পুলিশ৷ তবে পারমারের কথাতেই ভুল্লার ও জসসি নিউটাউনে এসেছিল৷ দু’জনের সঙ্গেই ছিল প্রচুর টাকা ও অস্ত্র৷ গতকাল অভিযান শেষ হওয়ার পর তাদের কাছ থেকে নগদ ৭ লক্ষ টাকা এবং ৮৯ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ৷

ভুল্লার ও জসসির মৃত্যুর খবর পেয়েই কলকাতা পুলিশকে অভিনন্দন জানিয়েছে পাঞ্জাব পুলিশ৷ পাঞ্জাব পুলিশের ডিজিপি গুপ্তা বলেন, ‘‘আমাদের কাছে খবর ছিল ওই দু’জন কলকাতার নিউটাউন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে লুকিয়ে আছে৷ তারপরই আমরা স্পেশ্যাল টিম পাঠাই কলকাতায়৷ আমি পশ্চিমবঙ্গ পুলিশ বিশেষ করে এডিজিপি এবং এসটিএফ প্রধান বিনিত গোয়েলের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই৷ আমাদের কাছ থেকে ইনপুট পেয়ে উনি দ্রুত গ্যাংস্টার দলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন৷’’