আটদিনের ইউরোপ সফরে মার্কিন প্রেসিডেন্ট, পুতিনের সঙ্গে বৈঠক

0
102
প্রতীকী ছবি

খাসখবর ডেস্ক: দেশের প্রেসিডেন্ট হয়ে এই প্রথম বিদেশ সফরে বেড়িয়েছেন জো বাইডেন। বুধবার ব্রিটেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন তিনি।

জানা গিয়েছে, এই আট দিনের সফরে বৃহস্পতিবার কর্নওয়ালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক করবেন বাইডেন। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তারা। কারণ, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসছে চলেছে ব্রিটেন। তবে কি দুই দেশের মধ্যে নতুন কোনো বাণিজ্যিক চুক্তি হবে!

- Advertisement -

এরপর বাইডেন যোগ দেবেন জি-৭ সম্মেলনে। সেখানে ভ্যাকসিন কূটনীতি, বিশ্ববাণিজ্য, জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও উন্নয়নশীল বিশ্বে অবকাঠামো পুনর্নির্মাণের উদ্যোগের মতো বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়াও গুগল, অ্যাপল ও অ্যামাজনের মতো কোম্পানি গুলির সঙ্গেও আলোচনায় অংশ গ্রহণ করবেন তিনি।

আরও পড়ুন-আফগানিস্তানে দুষ্কৃতী হামলায় মৃত ১০

আরও জানা গিয়েছে, জি ৭ সম্মেলনের তিন দিন পর জো বাইডেন ও তার স্ত্রী মার্কিন ফাস্ট লেডি জিল ট্রেসি দুজনে ব্রিটিশ রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন। যদিও এর আগে রানীর সঙ্গে বাইডেনের প্রথম সাক্ষাৎটি হয়েছিল ১৯৮২ সালে। যখন জো বাইডেন ছিলেন ডেলাওয়্যারের সিনেটর। এরপর বাইডেন যাবেন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। সেখানে মিলিত হবেন ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে।

বাইডেনের এর পরের গন্তব্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এর পর তিনি যাবেন সুইজারল্যান্ডের জেনেভায়। আগামী ১৬ জুন সেখানে তিনি সাক্ষাৎ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ইউক্রেন, সাইবার হামলা এবং রাশিয়ার নতুন পারমাণবিক অস্ত্র মোতায়েনের পদক্ষেপ নিয়ে চলমান উত্তেজনায় মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন বিশ্বের ক্ষমতাধর দুই নেতা।

উল্লেখ্য, জেনেভায় এর আগেও মুখোমুখি হয়েছে ক্ষমতাধর এই দুই দেশ। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে ১৯৮৫ সালে তৎকালীন সোভিয়েত নেতা মিখাইল গর্ভাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের মধ্যে শীর্ষ বৈঠকটি হয়েছিল সুইজারল্যান্ডের জেনেভায়।