মসজিদের পর এবার শিক্ষাকেন্দ্র, কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত পড়ুয়া সহ ১৯ জন

0
29

খাস ডেস্ক: ফের কাবুলের জনবহুল চত্বরে ভয়াবহ বিস্ফোরণ। মসজিদের পর এবার শিক্ষাকেন্দ্র। দুর্ঘটনায় প্রায় গিয়েছে একাধিক পড়ুয়ার। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।

আরও পড়ুন: সিআইডি তদন্তের আর্জি খারিজ, বালির তপন দত্ত খুনকাণ্ডে সিবিআই তদন্তে আস্থা ডিভিশন বেঞ্চের

- Advertisement -

সূত্রে খবর, শুক্রবার সকাল ৭ টা নাগাদ শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণ ঘটে। সেইসময় পড়ুয়াদের পরীক্ষার জন্য প্রস্তুতি চলছিল। বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে ২৭ জন। তালিবানের মুখপাত্রের তরফে বিবৃতি মারফত জানানো হয়েছে, আফগানিস্তানের রাজধানীতে ‘কাজ’ নামক একটি শিক্ষাকেন্দ্রে হামলা করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারবাহিনী। কিন কারণে এবং কারা এই হামলার সঙ্গে যুক্ত তা তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করব’, দায়িত্ব গ্রহণ করেই বললেন ভারতের নয়া CDS জেনারেল

উল্লেখ্য, কয়েকদিন আগেই কাবুলের একটি মসজিদে নামাজ শেষ হতেই বিস্ফোরণের বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। মৃত্যু হয় ১৪ জনের। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগেও মসজিদের বাইরে বিস্ফোরণ হামলা হয়েছে। ২০২০ সালে ওয়াজির আকবর খান মসজিদের বাইরে বোমা হামলায় দুজনের মৃত্যু হয়েছিল।