তৃণমূলের প্রতিবাদ সভায় যোগ দিয়ে বাড়ি ফেরার সময় মৃত কিশোর, আহত ৭

0
19
tmc

নিজস্ব সংবাদদাতা, মালদহ: তৃণমূলের প্রতিবাদ সভায় যোগ দিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনা (Accident) কবলে কর্মীরা। ঘটনায় মৃত এক ও আহত সাতজন। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার পুখুরিয়া থানার শ্রীপুরে৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ পুজোর আগে এই ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ম্যাজিক ভ্যানের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে৷ ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়৷ গুরুতর জখম হয় সাত জন। আহত তৃণমূল কর্মীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজন। আহতদের উদ্ধার করে মালদহ মেডিকেল ও চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

- Advertisement -

কেন্দ্র সরকারের বিরুদ্ধে এদিন শ্রীপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা ছিল। ওই সভা শেষে টোটো করে বাড়ি ফেরার পথে একটি ম্যাজিক ভ্যান দ্রুত গতিতে ছুটে এসে সজরে ধাক্কা মারে। ঘটনায় আট জন গুরুতরভাবে জখম হয়। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

চার জনকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ম্যাজিক ভ্যানের চালক মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরের মৃত্যু হয় মালদহ মেডিকেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম মেহেবুব আলম (১১)। বাড়ি পুখুরিয়া থানার খিরিয়া গ্রামে।