
খাস ডেস্ক : হাওড়া বালির তৃণমূল নেতা তথা পরিবেশবিদ তপন দত্ত খুনের মামলায় (Tapan Dutta Murder Case) সিবিআই ( (CBI) তদন্তে আস্থা রাখাল কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সিআইডি তদন্তের আর্জি খারিজ করে সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রেখেছে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা গত ৯ই জুন এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরোধিতা করে অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েন সিআইডি-কে (CID) দিয়ে তদন্তের আর্জি নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। রাজ্যসরকারের পক্ষ থেকেও ডিভিশন বেঞ্চে আপিল করা হয়। কিন্তু শুক্রবার ডিভিশন বেঞ্চ সিআইডি বা রাজ্য পুলিশে আস্থা না রেখে, সিবিআই তদন্তের নির্দেশই বহাল রেখেছে।
২০১১ সালের ৬ মে খুন হয়েছিলেন বালির জনপ্রিয় তৃণমূল নেতা তথা পরিবেশবিদ তপন দত্ত। অভিযোগ, জলাভূমি বেআইনিভাবে ভরাটের প্রতিবাদ করায় তাঁকে গুলি করে খুন করা হয়। অভিযুক্তের তালিকায় নাম ছিল বেশ কিছু তৃণমূলনেতা ও কর্মীর। নিহতের স্ত্রী প্রতিমা দত্তের করা এফআইআরে নাম ছিল মন্ত্রী অরূপ রায়েরও (Arup Roy)। রাজ্য সরকারের নির্দেশে তৃণমূল নেতার খুনকাণ্ডে তদন্তভার গ্রহণ করেছিল সিআইডি। সিআইডির পেশ করা চার্জশিটেও নাম ছিল হাওড়ার একাধিক তৃণমূল নেতার। কিন্তু পরে সাপ্লিমেন্টারি চার্জশিট ও তথ্যপ্রমানের অভাবে একে একে সবাই বেকসুর খালাস পান।
নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান নিহত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। কলকাতা হাইকোর্টে পরে নিম্ন আদালতের সেই রায়কে খারিজ করে দেয়। অভিযুক্তরা এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ আদালতই হাইকোর্টে মামলাটি ফেরত পাঠিয়ে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল।
১১ বছর আগে সেই খুনকাণ্ডের মামলা নিম্ন আদালত, কলকাতা হাই কোর্ট এমনকি, সুপ্রিম কোর্টেও উঠেছে। দেশের শীর্ষ আদালত তখন হাইকোর্টেই মামলার দ্রুত নিষ্পত্তি নির্দেশ দিয়েছিল।
খুনের ১১ বছর পার হলেও এখনও সুবিচার পাননি নিহত তপন দত্তের পরিবার। স্ত্রী প্রতিমা দত্ত বরাবরই সিবিআই তদন্তের কথা বলেছেন। সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চও সিবিআই তদন্তে আস্থা রাখায় তিনি খুশি। প্রতিমাদেবী আশা, সিবিআই(CBI) তদন্তের জেরে এবার কড়া শাস্তি মিলবে স্বামীর খুনিদের।