প্রেমের সম্পর্কে বাধা পরিবার, বাড়ি থেকে পালিয়েও শেষরক্ষা হল‌ না যুগলের

0
92

গোসাবা: ভিন্ন‌ সম্প্রদায়ের হওয়ায় দুই পরিবার থেকেই সম্পর্কে আপত্তি জানানো হয়।

নিজেদের ভালোবাসা অটুট রাখতে বাড়ি থেকে পালায় যুগল। বাড়ি থেকে খোঁজাখুঁজি শুরু করলে দুজনের সন্ধান পাওয়া যায়। অবশেষে তাঁদের উদ্ধার করে পুলিশ।

- Advertisement -

আরও পড়ুন: Rahul Gandhi Disqualified: বিরোধী সাংসদদের গণ পদত্যাগের আহ্বান RJD বিধায়কের, রাহুল ইস্যুতে বাড়ছে উত্তাপ

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বাসিন্দা ওই যুগল। ছেলেটির বয়স ২০ এবং মেয়েটির বয়স ১৭। দুজন ভিন্ন‌ সম্প্রদায়ের হওয়ায় দুই বাড়ি থেকেই আপত্তি জানায় যার ফলে পালিয়ে যেতে বাধ্য হয়। নাবালিকার বাড়ি থেকে‌ থানায় অভিযোগ জানানো হলে গোসাবা থানার পুলিশ সন্ধান শুরু করে। এদিকে শান্তিপুর থানার কাছে গোপনসূত্রে খবর আসে যুগল নদিয়ার শান্তিপুর থানার স্টিমার ঘাট এলাকার একটি বাড়িতে রয়েছে। তারা গোসাবা থানায় যোগাযোগ করে। এরপর শান্তিপুর এবং গোসাবা উভয় থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সেখান থেকেই দুজনকে উদ্ধার করে।

যুবক-যুবতীর বাড়িতে খবর পাঠানো হয়েছে। বর্তমানে যুগল গোসাবা থানার পুলিশের নজরদারিতে রয়েছে বলে খবর।

আরও পড়ুন: Chopra Accident:  নিয়ন্ত্রণ হারিয়ে সটান গিয়ে পড়ল খালে, নিজের ট্রাক্টরের নীচে চাপা পড়ে মৃত্যু চালকের