৮ জুন বাংলা বনধ! জঙ্গলমহলে পাল্টা আন্দোলনে আদিবাসী সমাজ

0
147

তিমিরকান্তি পতি,  বাঁকুড়া: আশঙ্কায় সত্যি হল৷ এবার পাল্টা আন্দোলনের পথে আদিবাসী সমাজ! ‘অ-আদিবাসী ক্ষত্রিয় কুড়মি সমাজকে রাজ্য সরকার অসাংবিধানিকভাবে জোরপূর্বক এসটি তালিকাভূক্ত করার’ অভিযোগ তুলে আগামী ৮ জুন বাংলা বন্‌ধ ডাক দিল প্রায় ১৮ টি আদিবাসী সংগঠনের যৌথমঞ্চ ‘ইউনাইটেড আদিবাসী ফোরাম।’

আরও পড়ুন: অনুপ্রবেশকারী বনাম শরণার্থী! ফের সংঘাতে বঙ্গ বিজেপির অন্দরমহল?

- Advertisement -

আরও পড়ুন: শান্ত জঙ্গলমহলে ফের অশান্তির ছায়া? আসরে এবার সিআইডি

সোমবার এই খবর জানিয়ে আদিবাসী একতা মঞ্চের সম্পাদক দিলেশ্বর মাণ্ডি বলেন, ‘‘ওই দিন রাজ্যে রেল, সড়ক সহ সমস্ত কিছু ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। যে ভাবে অ-আদিবাসী কুড়মি সম্প্রদায়কে এস.টি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সিআরআই রিপোর্ট বদলের অপচেষ্টা চলছে। তার প্রতিবাদেই এই বন্‌ধ।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘আদিবাসীদের সাংবিধানিক অধিকার, জল জঙ্গল, জমির অধিকার, আদিবাসীদের আদিবাসিত্ব সত্ত্বার হরণ করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দলের ‘দালাল’ ও এরাজ্যের সরকার।’’

আরও পড়ুন: Horoscope Today: সপ্তাহের শুরুতে দূর হবে আর্থিক বাধা, রইল বিস্তারিত

আরও পড়ুন: Weather Update: বাড়তে থাকা গরমের নেপথ্যে আসল কারণ কি? রইল বিস্তারিত

এর বিরুদ্ধেই আদিবাসী ভূমিজ, সাঁওতাল, মুণ্ডা, খেড়িয়া, শবর, মাহালি, ওঁরাং সহ সমস্ত আদিবাসী সম্প্রদায় একত্রিত হয়ে এই বনধের ডাক দিয়েছেন। যতদিন না পর্যন্ত আদিবাসীদের সাংবাধিনিক অধিকার সুরক্ষিত করতে পারছেন ততদিন আন্দোলন চলবে বলেই তিনি জানান। বস্তুত, শুক্রবার সন্ধ্যেয় প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং ওই ঘটনায় রবিবার কুড়মি আন্দোলনের নেতা রাজেশ মাহাতোকে গ্রেফতারের পর থেকেই নতুন করে তেতে উঠছে জঙ্গলমহল৷ আন্দোলনে নেমেছে কুড়মিরা৷ এবার পাল্টা আন্দোলনের পথে আদিবাসী সমাজও৷ ফলে শান্ত জঙ্গলমহলে ফের অশান্তির ছায়া দেখছে ওয়াকিবহাল মহল৷

আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানোর গুরুতর অভিযোগ, হাই কোর্টে যাচ্ছেন আন্দোলনকারী শিক্ষকেরা