শান্ত জঙ্গলমহলে ফের অশান্তির ছায়া? আসরে এবার সিআইডি

0
46

খাস প্রতিবেদন: একদা মাও উপদ্রবে অশান্ত হয়ে উঠেছিল জঙ্গলমহল৷ বোমা, গুলি, বারুদের সংস্পর্শে ভারী হয়ে উঠেছিল তল্লাটের বাতাস৷ পালাবদলের জমানায় জামবনির বুড়িশোলের জঙ্গলে যৌথবাহিনীর এনকাউন্টারে মাও নেতা কিষেণ জির মৃত্যুর পর ধীরে ধীরে শান্ত হয়েছিল জঙ্গলমহল৷ শুক্রবার সন্ধ্যেয় প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং ওই ঘটনায় রবিবার কুড়মি আন্দোলনের নেতা রাজেশ মাহাতোকে গ্রেফতারের পর থেকেই নতুন করে তেতে উঠছে জঙ্গলমহল৷ শান্ত জঙ্গলমহলে তবে কি ফের অশান্তির ছায়া? রবিবার দিনভর লাট্টুর মতো এই প্রশ্নটাই ঘুরপাক খেয়েছে জঙ্গলমহলের অন্দরে৷

আরও পড়ুন: Horoscope Today: সপ্তাহের শুরুতে দূর হবে আর্থিক বাধা, রইল বিস্তারিত

- Advertisement -

আরও পড়ুন: নারদ নারদ! অর্জুনের পাশে দাঁড়িয়ে সৌগতকে ফের শক্তিশেল ছুঁড়লেন মদন

‘নেতাদের ধরলেও আন্দোলন থেমে থাকবে না’-হুঁশিয়ারি দিয়ে রবিবার থেকেই পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে পথে নেমেছেন কু়ড়মিরা৷ তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়ে জঙ্গলের অলিগলিতে নতুন করে পথে নামতে দেখা গিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীদেরও৷ অন্যদিকে কুড়মিদের তফসিলি জনজাতির শংসাপত্রের অন্তর্ভুক্ত করার দাবি অনাহ্য- এই অভিযোগে পাল্টা আন্দোলনে নেমেছে আদিবাসী সমাজও৷

আরও পড়ুন:শুভেন্দুর যাত্রাপথে গঙ্গাজল ছিটালেন তৃণমূলের বিধায়িকা অভিনেত্রী লাভলী মৈত্র!

আরও পড়ুন: Weather Update: বাড়তে থাকা গরমের নেপথ্যে আসল কারণ কি? রইল বিস্তারিত

বস্তুত, শুক্রবার অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় শনিবার শালবনিতে দাঁড়িয়ে কুড়মি ভাইদের ক্লিনচিট দিয়েছিলেন খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়৷ অথচ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ফিরে যেতেই পুলিশ যেভাবে রাজেশ সহ কুড়মি সমাজের চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে তাতে যারপরনাই ক্ষুব্ধ কুড়মি সমাজ৷ স্বভাবতই, শাসকের ‘মুখ এবং মুখোশ’ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে জঙ্গলমহলে৷

কুড়মি সমন্বয় সমিতির কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাতোর সাফ কথা, ‘‘বহু যুগ ধরে কুড়মি সমাজ বঞ্চনার শিকার৷ নিজেদের নাহ্য দাবি আদায়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছিল৷ সকলের মনে রাখা উচিত, আমাদের এই আন্দোলন ব্যক্তি নির্ভর নয়৷’’ অর্থাৎ রাজেশের গ্রেফতারের প্রতিবাদে আরও হাজার হাজার রাজেশ পথে নামবেন- প্রকারন্তের সেটাই স্পষ্ট করেছেন অশোক৷ অন্যদিকে পাল্টা আন্দোলনে নেমেছে আদিবাসী সমাজও৷

এদিকে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় পরিস্থিতির গুরুত্ব বিচার করে রবিবার রাতেই জেলা পুলিশের হাত থেকে তদন্তভার হস্তান্তর হয়েছে সিআইডির হাতে৷ সিআইডি নতুন কোনও তথ্য সামনে আনে কি না, সেদিকেও নজর রাখছে সব পক্ষ৷ তবে ঘটনার ঘনঘটায় জঙ্গলমহল নতুন করে তেতে ওঠায় উদ্বিগ্ন জঙ্গলে ঘেরা তল্লাটের বাসিন্দারা৷

কারণ, প্রায় দেড় দশক আগের সেই স্মৃতি যে বড়ই ভয়ঙ্কর!

আরও পড়ুন: শুভেন্দুর যাত্রাপথে গঙ্গাজল ছিটালেন তৃণমূলের বিধায়িকা অভিনেত্রী লাভলী মৈত্র!