SSC SCAM: দীর্ঘ ৯ মাস পর জেলের বাইরে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা

0
192
arpita mukherjee

কলকাতাঃ  দীর্ঘ প্রায় ৯ মাস পর প্রেসিডেন্সি জেলের বাইরে বেরলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (arpita mukherjee)। নিয়োগ দুর্নীতি কাণ্ডে আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেফতার করে ছিল ইডি ।

আরও পড়ুন :“পুলিশ না থাকলে ওদের পিঠের চামড়া পর্যন্ত থাকতো না”, ফের হুমকি আরাবুলের

- Advertisement -

এতো দিন ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরা দিতেন অর্পিতা। আজ সোমবার তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কোর্ট । সেই মতো আজকে তাঁকে জেলের বাইরে আনা হয়। নিয়ে আসা হয় কলকাতার নগর দায়রা আদালতে।

আরও পড়ুন :নয়া সংসদ ভবন থেকে বিশেষ স্ট্যাম্প ও ৭৫ টাকার মুদ্রা প্রকাশ করলেন PM Modi

আরও পড়ুন :২ মাস ধরে চলবে শিবির, পরিবেশবান্ধব বাজি তৈরির প্রশিক্ষণ দিতে নাগপুর থেকে রাজ্যে বিশেষ দল

গত নিয়োগ দুর্নীতির কাণ্ডে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার (arpita mukherjee) বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি নগদ টাকা। উদ্ধার হয়েছে কাড়ি কাড়ি সোনা। হদিশ মিলেছে বহু বেনামি সম্পত্তির। অর্পিতার বাড়ি থেকে ইডি ‌যা টাকা উদ্ধার করেছে তা গুনতে হাঁপিয়ে উঠেছেন ব্যাঙ্ক কর্মিরা। অত্যাধুনিক মেশিন দিয়েও টাকা গুনতে কালঘাম ছুটছে তাদের। মিডিয়ার দৌলতে ২০০০ আর ৫০০ টাকার নোটের বান্ডিল দেখে অনেকেই ভিড়মি খেয়েছেন।