অনুপ্রবেশকারী বনাম শরণার্থী! ফের সংঘাতে বঙ্গ বিজেপির অন্দরমহল?

0
41

খাস প্রতিবেদন: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন৷ কিন্তু পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করার ইস্যুতে বিজেপির শীর্ষ নেতৃত্ব যখন কিছুটা ধীরে চলো নীতিতে এগোচ্ছেন, তখনই সিএএ ইস্যুতে মন্তব্য করে নয়া বিতর্ক তৈরি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ যদিও সিএএ ইস্যুতে শুভেন্দুর ওই মন্তব্যের সঙ্গে দলমত সহমত নয় বলেই স্পষ্ট জানিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷

আরও পড়ুন: Horoscope Today: সপ্তাহের শুরুতে দূর হবে আর্থিক বাধা, রইল বিস্তারিত

- Advertisement -

আরও পড়ুন: শান্ত জঙ্গলমহলে ফের অশান্তির ছায়া? আসরে এবার সিআইডি

ঘটনার সূত্রপাত, শনিবার মালদহের মথুরাপুরে বিজেপির জনসভা থেকে শুভেন্দু সাফ জানান, ‘‘‘যে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ঢুকেছো, তাকে কাঁটাতারের বেড়ার ও পারে যেতে হবে। সে হিন্দু হোক আর মুসলিম। কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এলে তার সঙ্গে কোনও ব্যাপার নেই।’’ অর্থাৎ হিন্দু কিংবা মুসলমান, কাঁটাতার পেরিয়ে আসা সকলকেই কাঁটাতারের ওপারে ফিরে যেতে হবে। এই প্রসঙ্গেই সুকান্তের প্রতিক্রিয়া, ‘‘আমি ওঁর (শুভেন্দু) বক্তব্য শুনিনি৷ তবে যদি শুভেন্দু এমন কথা বলে থাকেন, তাহলে এটা ওঁর ব্যক্তিগত মতামত৷ দল এমন মন্তব্যকে অনুমোদন করছে না৷’’

আরও পড়ুন: শুভেন্দুর যাত্রাপথে গঙ্গাজল ছিটালেন তৃণমূলের বিধায়িকা অভিনেত্রী লাভলী মৈত্র!

আরও পড়ুন: Weather Update: বাড়তে থাকা গরমের নেপথ্যে আসল কারণ কি? রইল বিস্তারিত

সুকান্তের বক্তব্যের স্বপক্ষে দলের রাজ্যস্তরের এক নেতার খোলামেলা জবাব, ‘‘কাঁটাতার পেরিয়ে আসা মুসলমানদের আমরা (বিজেপি) ‘অনুপ্রবেশকারী’ মনে করলেও ওপার থেকে আসা হিন্দুদের ‘শরণার্থী’ মনে করি৷ তাই এক্ষেত্রে শুভেন্দুর বক্তব্য দলের পরিপন্থী৷ কোনও অবস্থাতেই সেটাকে মান্যতা দেওয়া যায় না৷’’ বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বভাবতই অস্বস্তিতে গেরুয়া শিবির৷ শাসকদলের তরফে বলা হচ্ছে, ‘‘আসলে মানুষের স্বার্থ নয়, বিজেপি ভোটের স্বার্থে রাজনীতি করে৷ সেটা ওদের নেতাদের পরস্পরবিরোধী বক্তব্য থেকেই স্পষ্ট৷’’
বস্তুত, সেই উনিশের লোকসভা থেকেই সিএএ কার্যকর করার দাবিতে মোদী সরকার সোচ্চার৷ এমনকি এই সংক্রান্ত আইন সংসদে পাস করালেও এখনও ধারা তৈরি করা হয়নি৷ বরং সিএএ ধারা তৈরির জন্য গত জানুয়ারি মাসে আরও ছ’মাস সময় চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এমন আবহে শুভেন্দুর এই বিতর্কিত মন্তব্য দলের বিড়ম্বনা কতখানি বাড়াল , তা নিয়েও নতুন করে শুরু হয়েছে চর্চা৷

আরও পড়ুন: নারদ নারদ! অর্জুনের পাশে দাঁড়িয়ে সৌগতকে ফের শক্তিশেল ছুঁড়লেন মদন