বুধে বনধের ডাক কংগ্রেসের, একই দিনে ঝালদায় তদন্ত শুরু করতে পারে CBI

0
30

খাস ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, বুধবার ঝালদায় পৌঁছাতে পারে সিবিআই। দল গঠনের কাজও ইতিমধ্যেই শুরু হয়েছে বলে খবর।

আরও পড়ুন: রাত পোহালেই সিবিআইয়ের জেরা, অনুব্রত কি হাজিরা দেবেন, লাখ টাকার জল্পনা তৃণমূলেই

- Advertisement -

সোমবার হাইকোর্ট কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওার নির্দেশ দেওয়া হয়েছে। খুনের তদন্ত চালাচ্ছিল সিট, তাদের কাছ থেকে যাবতীয় নথি চাওয়া হয়েছে। মেইলের মাধ্যমে জেলাপুলিশের কাছ থেকে চাওয়া হয়েছে এফআইআরের কপি। সূত্রের খবর, কপি পাওয়ার পরই তদন্ত কীভাবে চলবে তা নির্ধারণ করা হবে, তৈরি করা হবে তদন্তকারী অফিসারের একটি দল। প্রাথমিকভাবে তদন্তের গতি প্রকৃতি বুঝতে আগামীকাল ঝালদায় যেতে পারে সিবিআই।

আরও পড়ুন: চাকরির দাবিতে ধর্মঘট, চতুর্থ ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের সংঘর্ষে উত্তপ্ত নিউটাউন

মঙ্গলবার ঝালদায় ছিল পুরবোর্ড গঠন। এদিন সকালে নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দুর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা কালো ব্যাজ পড়ে বিক্ষোভ মিছিল করে। বোর্ড গঠনের আগে পুরসভার ভিতরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তাদের অভিযোগ, খুনে করে পুলিশের মদতে বোর্ড গঠন করছে তৃণমূল। এরপরই আগামীকাল ঝালদায় ১২ ঘণ্টা বনধের ডাক দেয় কংগ্রেস।

উল্লেখ্য, গত পুরভোটে ঝালদা পুরসভা ত্রিশঙ্কু ফলাফল করে। গত ১৩ মার্চ গুলিবিদ্ধ হয়ে খুন হন ওই পুরসভার জয়ী কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। কংগ্রেস কর্মী সমর্থকদের দাবি, পুরসভা হাতছাড়া হওয়ার ভয়ে খুন করা হয়েছে।