চাকরির দাবিতে ধর্মঘট, চতুর্থ ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের সংঘর্ষে উত্তপ্ত নিউটাউন

0
36

কলকাতা: কলেজ পড়ুয়াদের সংঘর্ষে উত্তপ্ত টেকনো ইন্ডিয়া কলেজের নিউটাউন ক্যাম্পাস। চাকরির দাবিতে ধর্মঘটের জেরে ঝামেলায় জড়ায় দ্বিতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

আরও পড়ুন: ‘দ্বিতীয় শ্রীলঙ্কা’ হতে পারে ভারত, মোদীর কাছে বিভিন্ন রাজ্যের ‘অকার্যকর’ প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ আমলাদের

- Advertisement -

জানা গিয়েছে, টেকনো ইন্ডিয়া কলেজ কর্তৃপক্ষ নতুন করে চাকরির ব্যবস্থা করছে না, এই অভিযোগে কলেজের চতুর্থ বর্ষের পড়ুয়ারা ধর্মঘটের ডাক দেয়। এর জেরে ক্লাস বন্ধ করতে জোর দেয় তারা। অন্যদিকে, ক্লাস শুরু করার দাবিতে সরব হয় দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা। এরপরই দুই পক্ষের মধ্যে ব্যাপক ঝামেলা শুরু হয়। ক্যাম্পাসের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। তবে জানা গিয়েছে। এখনও পর্যন্ত দ্বিতীয় কিংবা চতুর্থ বর্ষের কেউই লিখিত অভিযোগ দায়ের করেনি। উল্লেখ্য, ঝামেলার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কয়েকজন পড়ুয়ার মধ্যে ধস্তাধস্তি শুরু হয়েছে। ভিডিও দেখেই বোঝা গিয়েছে তুলকালাম অবস্থা কলেজ ক্যাম্পাসে। তবে শিক্ষা প্রাঙ্গণে এই ঘটনা নিন্দার ঝড় তুলেছে। অন্যদিকে, চাকরির দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ নতুন নয়। এই সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে।

খাস খবর অনলাইন রেডিও:

আরও পড়ুন: National Maritime day: পরিবেশ-বান্ধব প্রকল্পে জোর, ২০৭০-এর মধ্যে ‘দূষণমুক্ত’ ভারত গড়তে প্রস্তুতি শুরু কেন্দ্রের