Apple সাধ্যের বাইরে, কুছ পরোয়া নেহি, চলে এল iPhone -এর বিকল্প

0
40

খাস খবর ডেস্ক: আর একচেটিয়া নয় আইফোনের। তাদের টক্কর দিতে পারে এমন ফোন-ও এসে গেল বাজারে। ওয়ানপ্লাস অ্যান্ড্রয়েড ফোনের সহ প্রতিষ্ঠাতা তথা সংস্থাটির প্রাক্তন পরিচালক কার্ল পেইয়ের হার্ডওয়্যার কোম্পানি নাথিংয়ের তৈরী নতুন মোবাইল অ্যাপল আইফোনের বিকল্প হয়ে উঠতে চলেছে। এমনটাই দাবি করা হচ্ছে।

আরও পড়ুন: টেসলার পর এবারে টুইটারেও এলন মাস্কের ম্যাজিক, হু হু করে বাড়ল শেয়ার মূল্য

- Advertisement -

নাথিংয়ের এই নতুন মোবাইলটির নাম নাথিং ওয়ান। যদিও এই ফোনে ফিচার হিসেবে কী কী থাকছে, তা স্পষ্ট করেননি পেই। ফোনটি উন্মোচন করে শুধু জানাচ্ছেন, সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর থাকতে চলেছে। তবে ফোনটি কেমন হতে পারে, সে কৌতুহল উস্কে দিতে ফোনটির সঙ্গে সঙ্গে একটি ছবি-ও উন্মোচন করেছেন তিনি।

২০২০ সালে ওয়ানপ্লাস ছেড়ে দেন পেই। প্রতিষ্ঠা করেন নিজস্ব সংস্থা ‘নাথিং’। তারপর থেকে কেবল একটি পণ্যই উৎপাদন করেছে সংস্থাটি। অবশেষে নাথিং ওয়ান উন্মোচনের অনুষ্ঠানে তিনি বলেন, “অ্যাপল আইফোনের সবচেয়ে কাছাকাছি বিকল্প তৈরি করেছি আমরা। যদি আপনি পণ্যগুলিকে সংযুক্ত করতে এবং একসঙ্গে নির্বিঘ্নে কাজ করতে চান সেক্ষেত্রে একমাত্র পছন্দ হতে পারে অ্যাপল। কিন্তু আপনি যদি উইন্ডোজ অথবা অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই ইকোসিস্টেমের বাইরে যেতে চান, তাহলে তা ভেঙ্গে পড়বে। অ্যাপলের কোনও বিকল্প নেই।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

পেই সরাসরি জানিয়ে দিচ্ছেন, ভিন্ন ভিন্ন প্রযুক্তি একত্রিত করাই তাঁর সংস্থার কাজ। যেখানে অ্যাপল নিজেই চিপসেট তৈরী করে। আর নিজেরাই OSES পরিচালনা করে। এরই সঙ্গে নাথিং ওয়ান একটি উন্মুক্ত ইকোসিস্টেম বজায় রাখার প্রতিশ্রুতি দিচ্ছে। অন্যদিকে যা জানা যাচ্ছে, এপ্রিল থেকেই অ্যান্ড্রয়েড ফোনের মালিকেরা নাথিং লঞ্চার ডাউনলোড করতে পারবেন।