রাত পোহালেই সিবিআইয়ের জেরা, অনুব্রত কি হাজিরা দেবেন, লাখ টাকার জল্পনা তৃণমূলেই

0
29

কলকাতা: রাত পোহালেই ৬ এপ্রিল৷ সিবিআইয়ের হাজিরার ‘ডেট’৷ বীরভূমের ‘শাহেনশা’ অনুব্রত মণ্ডল কি হাজিরা দেবেন? লাখ টাকার এই প্রশ্নটাই জল্পনার ঢেউ ফুটছে খোদ তৃণমূলের অন্দরে৷

এদিন বিকেলেই বীরভূম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলে অনুব্রত৷ সন্ধ্যায় তিনি এসে পৌঁছান নিউটাউনের চিনারপার্কের ফ্ল্যাটে৷ রাতে আইনজীবীর সঙ্গে এবিষয়ে শলা পরামর্শ করার পরই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন৷ যদিও দলের একটি অংশের মতে, এর আগে টানা চারবার সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন অনুব্রত৷ হাইকোর্ট ‘রক্ষাকবচ’ তুলে নেওয়ায় এবার হাজিরা না দিলে আইনি ঝামেলার মুখে পড়তে হতে পারে৷ তাই পরিস্থিতি আন্দাজ করে আগামীকাল তিনি সিবিআইয়ের মুখোমুখি হবেন বলেই মত, দলের অপর অংশের৷ বস্তুত, দলের শীর্ষ নেতৃত্বরাও চাইছেন, অন্তত একবার সিবিআইয়ের মুখোমুখি হন অনুব্রত৷ যদিও এবিষয়ে স্বয়ং অনুব্রতর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি৷

- Advertisement -

বস্তুত, আগেই ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই নোটিস ধরিয়েছিল অনুব্রতকে৷ হাজিরা এড়ানোর পর এবিষয়ে আদালত থেকে মিলেছিল রক্ষাকবচও৷ তবে গরু পাচার মামলায় বারে বারে চার বার সিবিআই হাজিরা এড়ানোর পর রক্ষাকবচ তুলে নিয়েছে আদালতও৷ এরই মাঝে ঘটেছে বগটুই গণহত্যার ঘটনা৷ বিরোধীদের তরফে এই গণহত্যা কাণ্ডের প্রধান অভিযুক্ত হিসেবে অভিযোগ আনা হয়েছে অনুব্রতর বিরুদ্ধে৷

এহেন পরিস্থিতিতে হাজিরা দেবেন নাকি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নোটিশের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন বীরভূমের ‘শাহেনশা’, আপাতত তা নিয়েই চড়ছে জল্পনার পারদ৷ অন্যদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর: এবারও হাজিরা এড়ালে তার বিরুদ্ধে নেওয়া হতে পারে কড়া আইনি পদক্ষেপ৷ তারপরই চূড়ান্ত পদক্ষেপ নিতে আজই কলকাতায় এলেন অনুব্রত৷ আইনজীবীর সঙ্গে শলা পরামর্শ করে নেবেন পরবর্তী পদক্ষেপ৷ স্বাভাবিকভাবে, অনুব্রতর হাজিরা ঘিরে জল্পনা খোদ তৃণমূলের অন্দরেই৷

আরও পড়ুন: ত্রিপল চুরি মামলায় অভিযুক্ত, শুভেন্দু ঘনিষ্ঠকে কাজে ফিরিয়ে বিতর্কে কাঁথির চেয়ারম্যান