সুস্থ রয়েছে চিন্টু, ভুয়ো খবর ছড়ানোর দায়ে কড়া ব্যবস্থা নেবে পুলিস

0
236

শান্তনু কর্মকার : শ্রীরামপুর স্টেশন থেকে পাঁচুবাবুর বাজার হয়ে বটতলা, সারাবছর এই অঞ্চলটিতে পথের ধারে দেখতে পাওয়া যেত তাঁকে। মাথায় টাক, লালচে দাঁত, পরনে নোংরা কাপড়, মুখের বুলিও স্পষ্ট নয়, কিন্তু তা সত্ত্বেও শ্রীরামপুরবাসীর বড্ড আদরের হয়ে উঠেছিল চিন্টু। সকলের প্রিয় এই ভবঘুরেকে নিয়েই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শহরে। কার্যত মৃত্যুকে ছুঁয়েই সকলের মাঝে ফিরে আসল চিন্টু।

আরও পড়ুন, একই জার্সিতে মাঠে নামতে পারেন নেইমার-র‍্যামোসের সঙ্গে, মেসিকে প্রস্তাব পাঠাল প্যারিস স্য জ্যঁ

- Advertisement -

ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। আপনভোলা চিন্টুকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভাইকে দেখতে না পেয়ে কান্নাকাটি জুড়েছিলেন দিদি রিতা ভট্টাচার্যও। বটতলা অঞ্চলে অটোচালক থেকে শুরু করে দোকানমালিক, সকলের কাছেই কাতর আবেদন করেছিলেন, ‘ভাইকে কেউ খুঁজে এনে দাও।’ দুই জুলাই সেই চিন্টুর মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়, বালিখালে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ থেকে উপড়ে নেওয়া হয়েছে চোখ, কিডনি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ। পোস্টটিতে মানবদেহের অঙ্গ পাচারকারী অসাধু চক্রকে এই কাজের জন্য দায়ী করা হয়। গোটা ঘটনার প্রতিবাদে বি পি দে স্ট্রিটের একটি মোড়ে জমায়েতেরও ডাক দেওয়া হয়।

আরও পড়ুন,অনন্য কীর্তি, মহিলা ক্রিকেটে সর্বাধিক রানের মালিক মিতালি

তবে ভুল ভাঙে গতকাল দুপুরে। খবর পাওয়া যায়, সুস্থ সবল শরীরে বহাল তবিয়তে বেঁচে রয়েছে চিন্টু। বিকেল নাগাদ তাঁকে দেখতে পাওয়া যায় নদীয়ার হরিণঘাটা অঞ্চলে৷ পরনে সেই একইরকম ছিন্নভিন্ন কাপড়, শান্ত চোখমুখ, রাস্তার ধারে আবর্জনা কুড়োচ্ছেন, কেউ জিজ্ঞেস করলেই বলছে, ‘এগুলো একদিন গাছ হবে’৷ সুস্থ সবল অবস্থায় চিন্টুর সেই ভিডিও ভাইরাল হতেও সময় নেয়নি। স্থানীয় বেশ ক’টি ফেসবুক গ্রুপের মাধ্যমেই প্রকৃত সত্য খবর সামনে আসে সকলের। স্বস্তির নিশ্বাস ফেলে শ্রীরামপুরবাসী৷

কিন্তু এত বিভ্রান্তি যে ব্যক্তির ফেসবুক পোস্টকে কেন্দ্র করে, চিন্টুর মৃত্যুর ভুয়ো খবর ছড়ানো সেই অলোক মণ্ডল নামক ব্যক্তিটির বিরুদ্ধে পুলিসে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা৷ পুলিস সূত্রে খবর, অভিযুক্ত অলোক মণ্ডলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷ গতকাল সকালেই অলোক নিজের ভাইরাল পোস্টটি সরিয়ে দিয়ে ক্ষমা চাইলেও ভুয়ো খবর ছড়ানোর দায়ে শীঘ্রই গ্রেফতার করা হবে তাঁকে।