একই জার্সিতে মাঠে নামতে পারেন নেইমার-র‍্যামোসের সঙ্গে, মেসিকে প্রস্তাব পাঠাল প্যারিস স্য জ্যঁ

0
37
reports-says-lionel-messi-called-sewer-rat-hormonal-dwarf-by-ex-barcelona-official-in-whatsapp-chats

খাস খবর ডেস্ক: গত বুধবারই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে মেসির। হিসেব মতো এখন ফ্রি এজেন্ট লিও, বিশ্বের যেকোনও ক্লাব তাঁকে তাদের হয়ে খেলার প্রস্তাব দিতে পারে। এই সুযোগেই এবার মেসিকে তাঁদের হয়ে খেলার প্রস্তব পাঠিয়ে রাখল প্যারিস স্য জ্যঁ। এই মুহূর্তে যা অবস্থা তাতে ভবিষ্যতে সোর্জিও র ্যামোস, নেইমার, দি মারিয়া, এমব্যাপের পাশাপাশি প্যারিসের দলটির হয়ে মাঠ কাঁপাতে দেখা যেতে পারে মেসিকেও।

আরও পড়ুন,‘দ্বিতীয় সারির দল পাঠিয়ে শ্রীলঙ্কান ক্রিকেটকে অপমান করছে ভারত’, তোপ রণতুঙ্গার

- Advertisement -

এমনিতে যথেষ্ট শক্তিশালী দল প্যারিস স্য জ্যঁ। দি মারিয়া, নেইমার, এমব্যাপের মতো তারকা ফুটবলার আছেন সেই দলে। তার ওপরে সম্প্রতি রিয়েল মাদ্রিদ অধিনায়ক সোর্জিও র‍্যামোসকেও সই করিয়েছে প্যারিসের এই ক্লাবটি। তবে শুধুমাত্র রিয়েলের অধিনায়ককে সই করিয়ে থেমে থাকতে চান না তাঁরা। এবার মেসি ফ্রি এজেন্ট হতেই প্রস্তাব পাঠালেন তাঁর দুয়ারেও৷

আরও পড়ুন,আতঙ্কের ১৮ ঘণ্টা, ভাটপাড়ায় উদ্ধার বিপুল পরিমাণে তাজা বোমা

বার্সেলোনা সূত্রে খবর, আগামী মরসুমেও ক্যাম্প ন্যুতেই থাকতে চাইছেন বিশ্বসেরা ফুটবলার লিও। তবে আর্থিক কিছু কারণের জন্য এখনও পুনরায় চুক্তিতে সই করাচ্ছে না বার্সা৷ তবে প্যারিসের ক্লাবটি এভাবে প্রস্তাব দেওয়ায় যারপরনাই চাপে পড়েছে তারাও৷ শুক্রবার বিকেলে ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তো কার্যত বাধ্য হয়েছেন তাঁর সঙ্গে বৈঠকে বসতে। বৈঠক শেষে লাপোর্তো জানিয়েছেন যে মেসি নিজেও চান বার্সাতেই থেকে যেতে। মেসিকে ধরে রাখতে তাঁরাও কোনও না কোনও উপায় খুঁজে বের করতে মরিয়া৷

 

উল্লেখ্য, গতবছরই মেসির বার্সেলোনা ছাড়ার খবরে উত্তাল হয়েছিল গোটাবিশ্ব৷ সেই তখন থেকেই মেসিকে দলে পেতে চেষ্টা করে চলেছে প্যারিস স্য জ্যঁ৷ অন্যদিকে ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তোর সঙ্গে মেসির সম্পর্কের অবনতির কথাও ছড়িয়ে পড়ে দ্রুত। সবমিলিয়ে দল ছাড়ার কথা উঠলেও শেষমেশ বার্সেলোনাতেই থেকে যান মেসি। সূত্রের খবর, এখন ক্লাবকর্তা লাপোর্তোর সঙ্গে বেশ ভাল সম্পর্ক লিওর। তিনি নিজেও প্রিয় ক্লাব বার্সার সঙ্গে চুক্তির বিষয়ে নিশ্চিত, থেকে যেতে চান এভাবেই৷