দলমার দামালদের অত্যাচারে অতিষ্ঠ বাঁকুড়াবাসী

0
187

বাঁকুড়া: দলমার দামালদের অত্যাচার অব্যাহত রয়েছে বাঁকুড়ার গ্রামে। শনিবার রাতে বাঁকুড়া-২ ব্লকের ধাদিকা গ্রামে অবাধে লুঠপাট চালাল চারটি হাতির একটি দল। যার জেরে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকায় মানুষেরা।

এলাকাবাসীদের অভিযোগ, গ্রামের একটি গ্রোসারির দোকানের বন্ধ দরজা ভেঙ্গে গম, চাল, আলু, আখের গুড় সহ খাদ্য সামগ্রী খেয়ে ফেলার পাশাপাশি নষ্ট করে ফেলেছে। বনাঞ্চলে খাদ্য সংকট তৈরি হওয়ার ফলেই বারবার হাতির দলটি লোকালয়ে ঢুকে পড়ছে বলে অনেকে মনে করছেন।

- Advertisement -

গ্রামবাসীদের সূত্রের খবর, শনিবার রাত ১ টা নাগাদ চারটি হাতির একটি দল গ্রামে ঢোকে। তারা প্রথমে একটি গ্রোসারির দোকানে হামলা চালায়। পরে গ্রামবাসীদের উপস্থিতি টের পেয়ে ওই হাতির দলটি পালিয়ে যায় বলে খবর।

বার বার লোকালয়ে হাতির হানা নিয়ে বন দফতরের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জঙ্গল লাগোয়া ধাদিকার পাশাপাশি বেলবনী, কালজুড়ি, সামন্তমারা গ্রামের মানুষও যথেষ্ট আতঙ্কিত। কারণ এই গ্রাম গুলিতেও হাতির দল প্রায়শই ঢুকে পড়ে।

এবিষয়ে বনদফতরের বেলিয়াতোড়ের রেঞ্জার মহিবুল ইসলাম বলেন, “খাদ্যের অভাবেই মূলতঃ হাতির দল লোকালয়ে ঢুকছে। এই মুহূর্তে চারটি হাতি দু’দলে ভাগ হয়ে এই এলাকায় আছে। বনদফতর পুরো বিষয়টি নজরে রেখেছে।” ক্ষতিগ্রস্তরা সরকারী নিয়মানুযায়ী ক্ষতিপূরণ পাবেন বলেও তিনি জানান।