অনন্য কীর্তি, মহিলা ক্রিকেটে সর্বাধিক রানের মালিক মিতালি

0
29

খাস খবর ডেস্ক: ১৯৯৯ থেকে টানা ভারতীয় দলের জার্সি পরে আন্তর্জাতিক ক্রিকেট মাতাচ্ছেন মিতালি। বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেটের পোস্টার গার্ল তিনি। একদিনের এবং টেস্ট ম্যাচের অধিনায়কও বটে। এবার তিনিই হয়ে উঠলেন মহিলা ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক। ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার শার্লট এডোয়ার্ডসকে ছাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান এখন তাঁরই।

আরও পড়ুন,একই জার্সিতে মাঠে নামতে পারেন নেইমার-র‍্যামোসের সঙ্গে, মেসিকে প্রস্তাব পাঠাল প্যারিস স্য জ্যঁ

- Advertisement -

কাশ্মীর থেকে কন্যাকুমারী, ১৩০ কোটির ভারতবর্ষে ক্রিকেট শুধুমাত্র কোনও একটি খেলার নাম নয়৷ ভারতে ক্রিকেট একটা ধর্মের মতো, যেখানে রীতিমতো পুজো করা হয় ক্রিকেটারদের। তবে, এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও বরাবরই বঞ্চিত মেয়েদের ক্রিকেট৷ পুরুষদের ক্রিকেটে যে পরিমাণ লগ্নি আসে, বিনিয়োগ করা হয়, তার ছিটেফোঁটাও আসে না মহিলাদের ক্ষেত্রে৷ ক’দিন আগে বিসিসিআই মহিলা ক্রিকেটারদের বেতন কাঠামো প্রকাশ করলে সেখানেও দেখা গিয়েছিল বিরাট পার্থক্য৷ মহিলা ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ বরাদ্দ ছিল মাত্র ৫০ লক্ষ টাকা।

“বিরাটকে দেখে মনে হয়েছিল এ কি ক্রিকেট খেলবে?”, মন্তব্য কামরান আকমলের

তাই সকলের অলক্ষ্যেই মহিলাদের ক্রিকেটে রানের চুড়োয় বসলেন মিতালি। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। ম্যাচটিতে ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৫ রানের অপরাজিত একটি ঝাঁ চকচকে ইনিংস খেলেন তিনি। বর্তমানে তাঁর মোট রানসংখ্যা ১০,২৭৭। তালিকায় দ্বিতীয় শার্লট এডওয়ার্ডস, তাঁর রানসংখ্যা ১০,২৭৩। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম যথাক্রমে সুজি বেটস, স্টেফানি টেলর, মেগ ল্যানিং। প্রত্যেকেরই রানসংখ্যা সাত-আট হাজারের মধ্যে।