Local Train: ভোগান্তি, রবিবার সারাদিন বন্ধ ট্রেন

প্রায় ২৩ ঘন্টা ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা রয়েছে

0
58
howrah station train

হাওড়াঃ আগামীকাল সারাদিন বন্ধ ট্রেন (train)। ইলেকট্রিক ইন্টারলকিং (Electric Interlocking) এর কাজের জন্য হাওড়া বর্ধমান ইএমইউ বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। হাওড়ার (Howrah) বেলানগর স্টেশনে ইলেক্ট্রনিক ইন্টারলকিং কাজের জন্য এই সিদ্ধান্ত।

আরও পড়ুন :ভয়ঙ্কর কাণ্ড, RPF এর দুর্ব্যবহারের বদলা নিতে রেললাইনের ফিসপ্লেট খুলল ব্যক্তি

- Advertisement -

সারাদিন ভোগান্তি। হাওড়া ডিভিশনে আপগ্রেডেশন কাজের জন্য ট্রেন নিয়ন্ত্রণ করা হবে। পরিকল্পনা রয়েছে ট্রাফিক ও পাওয়ার ব্লকের। ইলেক্ট্রনিক ইন্টারলকিং কাজের জন্য প্রায় ২৩ ঘন্টা ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা। হাওড়া ও বর্ধমান কর্ড লাইনের মধ্যে সমস্ত ইএমইউ লোকাল বাতিল থাকবে৷

আরও পড়ুন :চলন্ত গাড়িতে চালকের মাথার উপর পা তুললো যাত্রী, পরের ঘটনা শুনলে চমকে উঠবেন আপনিও

আরও পড়ুন :ফিট থাকতে রাত দুটোয় বাড়ি ফিরে ভোর পাঁচটায় আবার মাঠে গিয়েছেন, দাবি সরফরাজের

কী কী ট্রেন (train) বাতিল থাকবে? কী কী ট্রেন ঘুরপথে যাবে? জানা গিয়েছে 12369 হাওড়া – দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, 12339 হাওড়া – ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, 12321 হাওড়া – মুম্বই এক্সপ্রেস ব্যান্ডেল – বর্ধমান হয়ে ঘুরপথে যাবে। বালি পর্যন্ত মেইন লাইন লোকাল পাওয়া যাবে। তবে যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু ব্যবস্থাও রেখেছে রেল। ডানকুনি ও বর্ধমানের মধ্যে কর্ড বিভাগে আট জোড়া স্পেশাল ট্রেন চলবে। পাশাপাশি ২ জোড়া স্পেশাল ট্রেন হাওড়া ও বর্ধমানের (Howrah Burdwan Train) মধ্যে কর্ডলাইন হয়ে চলবে।সম্প্রতি শিয়ালদহ শাখার মেইন লাইনে বার বার ট্রেন বিভ্রাটের ঘটনা ঘটে। বহু ট্রেন বাতিল হয়, ট্রেনে বসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। উচ্চ মাধ্যমিকের মাঝেও ট্রেন বিভ্রাট চলে। এতে নিত্যযাত্রীদের পাশাপাশি বহু মানুষ সমস্যায় পড়েন।