ফিট থাকতে রাত দুটোয় বাড়ি ফিরে ভোর পাঁচটায় আবার মাঠে গিয়েছেন, দাবি সরফরাজের

0
39
sarfaraz-khan-reveals-what-bcci-selector-told-him-during-ranji-trophy-final-ind-vs-aus-test-series

বিশ্বদীপ ব্যানার্জি: ঘরোয়া মরশুমে দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছে সরফরাজ খানকে। তবু মুম্বইয়ের ব্যাটারের ভাগ্যে শিকে ঝড়েনি। মূলতঃ ফিটনেসের কারণেই এত প্রতিভাবান একজন ক্রিকেটারকে ব্রাত্য করে রেখেছেন নির্বাচকরা। আর এবারে সেই ফিটনেস নিয়েই বড়সড় মন্তব্য করলেন সরফরাজ।

আরও পড়ুন: যে কিংবদন্তি ক্রিকেটার মাঠে আম্পায়ারকে দিয়ে চুল কাটিয়েছিলেন

- Advertisement -

আইপিএল শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। তার আগে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সরফরাজ জানিয়েছেন, “ফিটনেস খুবই জরুরি। যোগ করেন, “যখন আমাদের শেষ রঞ্জি ম্যাচ শেষ হয়েছিল, তারপর রাত ২টায় বাসায় পৌছালাম। কিন্তু এরপর আবার ভোর ৫টায় মাটিতে ফিরলাম।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এরপরই নির্বাচকদের নাম না করে কটাক্ষ করেন মুম্বইয়ের ব্যাটার। তাঁর কথায়, “আমার গ্রাউন্ড ফিটনেস নিখুঁত। আমাদের হাতে যা আছে তা করি। বিশেষ করে দৌড়ানোর বিষয়ে আমি নিখুঁত। রনজি ট্রফি এবং আইপিএল, দুটি ক্ষেত্রেই এটির সুবিধা নেওয়ার চেষ্টা করি।” এছাড়া সূর্যকুমার যাদবের কথা বলেছেন তিনি। “সূর্য আমার খুব ভাল বন্ধু। দেরিতে হলেও ভারতীয় দলে সুযোগ পেয়েছে ও। আমাকেও নিজের ফর্ম বজায় রাখতে হবে।”